বলিউডে সম্পর্ক ভাঙা গড়ার খেলা চলতেই থাকে। সেই সব খবর নিয়ে মানুষের মধ্যে চলতে থাকে জল্পনা। আর বলিউডের জল্পনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকেন অভিনেতা আরবাজ খান এবং মালাইকা আরোরা। দীর্ঘ বৈবাহিক জীবন শেষ করে তারা দুজনেই বেছে নিয়েছেন নতুন মানুষকে।
মালাইকা বর্তমানে সম্পর্কে রয়েছেন অভিনেতা অর্জুন কাপুরের সাথে অন্যদিকে আরবাজ মজেছেন এক বিদেশিনীর ওপর। খুব তাড়াতাড়ি মালাইকা এবং অর্জুন বিয়ে করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে বলিউডে।
তবে দাম্পত্য ভেঙে গেলেও নিজেদের ছেলের খাতিরে বারবার একসাথে দেখা গেছে মালাইকা এবং আরবাজকে। এর আগেও তাদের একমাত্র ছেলেকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন দুজন। সেই সময় আরবাজ এবং মালাইকাকে বেশ স্বাভাবিক লেগেছিল তারা একে অপরের সাথে কথাও বলেছিলেন।
সম্প্রতি আরো একবার একসাথে দেখা গেল আরবাজ এবং মালাইকাকে। ছেলেকে এয়ারপোর্টে ছাড়তেই গেছিলেন তারা।
No comments:
Post a Comment