
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহী (UAE) তে টানা ১০ বছর থাকার জন্য দরকার হয় গোল্ডেন ভিসার (Golden Visa)। তবে এই ভিসার (Golden Visa) সুবিধা সকলের মেলে না। যোগ্যতা এবং অসাধারণ একাডেমিক শংসাপত্র থাকলে তবেই পাওয়া যায় এই ভিসার সুবিধা । তবে সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন ভারতীয় শিক্ষার্থী অর্জন করেছে ইউএই গোল্ডেন ভিসাটি (Golden Visa) ।
ইউএই ১০ বছর গোল্ডেন ভিসা (Golden Visa) অর্জনের তালিকায় রয়েছে তাসনিম আসলাম (Tasneem Aslam) । কেরালার (Kerala) এই শিক্ষার্থী ব্যতিক্রমী ছাত্র বিভাগে গোল্ডেন ভিসাটি (Golden Visa) অর্জনের করেছে বলে জানা যাচ্ছে। গোল্ডেন ভিসার ফলে তানসিম ২০৩১ সাল পর্যন্ত থাকতে পারবে সুদূর সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)।
আল কাসেমিয়া বিশ্ববিদ্যালয়ে (Al Qasimia University) ইসলামী শরিয়া (Islamic Sharia) বিভাগে প্রথম হয়েছে তাসনিম আসলাম। গ্রেড পয়েন্ট গড় (GPA) এর বিচারে ৪ এর মধ্যে ৩.৯৪ অর্জন করেছে কেরালার এই পড়ুয়া।
খালিজ টাইমসকে (Khaleej Times) তাসনিক (Tasneem Aslam) জানিয়েছে, এটি তার জীবনের সেরা মুহূর্ত। এই ভিসা অর্জনের জন্য আল্লাকে ধন্যবাদও জানিয়েছে এই শিক্ষার্থী।
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহী সরকার (UAE government) চালু করে গোল্ডেন ভিসার পরিষেবা। এই ভিসা চালু করা হয়েছিল আরবে দীর্ঘ মেয়াদি থাকার কারণ হিসেবে। গোল্ডেন ভিসার (Golden Visa) ফলে জাতীয় স্পনসর ছাড়ায় কাজ করতে আসা মানুষ কিংবা শিক্ষার্থীরা দীর্ঘ দিন ইউএই (UAE) তে থাকতে পারে । ৫ থেকে ১০ বছরের মেয়াদ থাকলেও নিজে থেকে রিনিউ হয়ে যায় ভিসাটি।
সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এই গোল্ডের ভিসার (Golden Visa) জন্য আবেদন করতে পারে চিকিৎসক (doctors), গবেষক (researchers), বিজ্ঞানী (scientists) ও শিল্পীদের (artists) মতো বিশিষ্ট্য ব্যক্তিরাও। এছাড়া উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য যোগ্য।
অন্যদিকে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের পর এবং টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) ঠিক আগে হতে চলেছে ২০২১ আইপিএলের (IPL 2021) শেষাংশ৷ সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) তিনটি ভেন্যুতে হতে পারে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ৷
The post সংযুক্ত আরব আমিরশাহী গোল্ডেন ভিসার তালিকায় ভারতীয় শিক্ষার্থী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g0X6s1
No comments:
Post a Comment