বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার। আর এর দৌলতে খুব সহজেই মানুষ ঘরে বসেই নিজের পছন্দের মানুষের সমস্ত আপডেট পেয়ে থাকেন নিজের মুঠোফোনে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে খুব সহজেই বহু মডেল এবং অভিনেত্রী নিজেদের বেশ বড়সড় ফ্যানবেস বানিয়ে নেন এবং তা তাদের কেরিয়ারে বেশ কিকস্টার্ট দিতে সাহায্য করে।
আর সোশ্যাল মিডিয়ায় মডেলদের কথা বললে অবশ্যই বলতে হবে মডেল অশ্বীত্থার কথা। ১.৬ মিলিয়ন অর্থাৎ ১৬ লক্ষেরও বেশি ফলোয়ার্স দিয়ে সাজানো অশ্বীত্থার ইন্সটা প্রোফাইল।
নিজের পেশার খাতিরে মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন অশ্বীত্থা, যেমন সম্প্রতি বিকিনি পড়ে সমুদ্রের নীল জলরাশির সামনে দাঁড়িয়ে ছবি আপলোড করেছিলেন যা ভাইরাল হয়েছিন ভীষণভাবে।
কাজের সূত্রে বা পুলে কোয়ালিটি টাইম কাটাতে বিকিনি পড়ে থাকেন অনেকেই, কিন্তু বিকিনি পড়ে রাস্তায় বেড়িয়ে পড়া বিষয়টা আমাদের দেশের মানুষের কাছে অন্তত কিছুটা অবাস্তবই। আর সম্প্রতি মডেল অশ্বীত্থা বিকিনি পড়েই একটি ছবি আপলোড করেছেন যেখানে তাকে দেখা গেছে রাস্তার মধ্যে। ক্যাপশনে মজা করে তিনি লিখেছেন, ‘আমার মনে হচ্ছে আমি হারিয়ে গেছি’।
যদিও অশ্বীত্থা যে ছবিটি আপলোড করেছেন সেটি ভারতবর্ষের কোন রাস্তা নয় বলেই মনে হয়। এমনিতেই তিনি থাকেন মালেশিয়ায় তবে মাঝেমধ্যে আসেন মুম্বাইয়ে। ছবিটি যেখানেই তোলা হোক, অশ্বীত্থার ভক্তদের মধ্যে যে ছবিটি বিশেষ সাড়া ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
The post বিকিনি পড়েই পথ হারিয়ে ফেললেন মডেল অশ্বীত্থা! বোঝো কান্ড appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/7VWyFXi
No comments:
Post a Comment