আন্তর্জাতিক এই ব্র্যান্ডের সাথে এবার জড়িয়ে গেল ‘পুষ্পা’ স্বয়ং! খুব তাড়াতাড়ি আসছে নতুন বিজ্ঞাপন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 27, 2022

আন্তর্জাতিক এই ব্র্যান্ডের সাথে এবার জড়িয়ে গেল ‘পুষ্পা’ স্বয়ং! খুব তাড়াতাড়ি আসছে নতুন বিজ্ঞাপন


‘পুষ্পা’ ছবির মধ্যে দিয়ে মানুষের মধ্যে প্রবল জনপ্রিয় হয়েছেন দক্ষিনী সুপারস্টার আল্লু অর্জুন। আগেই তিনি সাউথের বড় সুপারস্টার ছিলেন কিন্তু ‘পুষ্পা’ ছবির পর দেশের পাশাপাশি বিদেশেও তার বড়সড় ফ্যানবেস তৈরী হয়েছে। সারা দেশ ‘পুষ্পা’ ফিভারে ভুগেছে বেশ কিছুদিন।

ফলে বর্তমানে বলিউডের স্টারদের পাশাপাশি সাউথের সুপারস্টার আল্লু অর্জুনের দিকে তাকিয়ে থাকে সাধারণ মানুষ। তিনি কবে কী করছেন সেই নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের কোন অন্ত নেই। আর আপনি যদি আল্লু অর্জুনের ভক্ত হন তাহলে আপনার জন্যেও রয়েছে বড় খবর।

কেন্টাকি ফ্রায়েড চিকেন যার পোশাকি নাম KFC বহুদিন ধরেই ব্যবসা করছে ভারতে। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও লক্ষ লক্ষ মানুষ KFCর ফ্যান। দেশের প্রায় সব মেট্রো শহরে একাধিক ব্রাঞ্চ রয়েছে KFCর। দেশজুড়ে বিজ্ঞাপনেও তারা বেশ এগিয়ে। আর এবার নিজেদের ব্র্যান্ডিং কে আরো মজবুত করতে ‘পুষ্পা’র সাহায্য নিল তারা।

আরো খোলসা করে বললে খুব তাড়াতাড়ি KFCর বিজ্ঞাপনে এবার দেখা যাবে আল্লু অর্জুন কে। বিজ্ঞাপনের শ্যুটিং প্রায় শেষ। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপন চলে আসবে সকলের সামনে।

‘পুষ্পা’ আর KFC দুটোই দেশের মানুষের খুব প্রিয়। এই দুইয়ের কম্বিনেশনে kFCর বিক্রি কতটা বাড়ে সেটাই দেখার। আর পাশাপাশি আল্লু অর্জুনের ফ্যানদের কাছেও তাদের পছন্দের সুপারস্টারের এই বিজ্ঞাপন বেশ বড় ব্যাপার। এখন অপেক্ষা শুধু সময়ের।

The post আন্তর্জাতিক এই ব্র্যান্ডের সাথে এবার জড়িয়ে গেল ‘পুষ্পা’ স্বয়ং! খুব তাড়াতাড়ি আসছে নতুন বিজ্ঞাপন appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/mifBeZD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages