বিকিনিতে পুলের মধ্যে খোশমেজাজে অভিনেত্রী স্নেহা! ভাইরাল হল ভিডিও - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 27, 2022

বিকিনিতে পুলের মধ্যে খোশমেজাজে অভিনেত্রী স্নেহা! ভাইরাল হল ভিডিও


বর্তমানে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে সবসময় চর্চায় থাকে ‘উল্লু'(ULLU) নামক ওটিটি প্ল্যাটফর্মটি। প্রাপ্তবয়স্কদের জন্য এখানে কন্টেন্টের পরিমাণ বেশি। যৌনতা এই প্ল্যাটফর্মের ওয়েবসিরিজের মূল বিষয়বস্তু। আর সেই কারণেই খোলাখুলি অনেকেই এই প্ল্যাটফর্ম নিয়ে কথা না বললেও এর জনপ্রিয়তা দিন দিন কমার বদলে বাড়ছে।

আর ‘উল্লু'(ULLU) ওয়েব সিরিজে কাজ করেই মানুষের কাছে বেশ পরিচিত হয়েছেন বঙ্গতনয়া স্নেহা পাল। হিট ওয়েব সিরিজ হল ‘চাউল হাউস’ (Chawl House) যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্নেহা। ওয়েবসইরিজটি প্রাপ্তবয়স্কদের জন্য, ফলে সেখানে যে বেশ উষ্ণ দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখেনা।

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী স্নেহা। মাঝেমধ্যেই তিনি সেখানে আপলোড করে থাকেন নানারকম ছবি ও ভিডিও যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় মানুষের মধ্যে। সম্প্রতি লাল রঙের বিকিনিতে একাধিক ছবি পোস্ট করেছিলেন স্নেহা যা আপলোডের সাথে সাথেই ভাইরাল হয়েছে তার ভক্তদের মধ্যে।

সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন স্নেহা যেখানে তাকে বিকিনি পড়ে পুলের মধ্যে বেশ খোশমেজাজে দেখা গেছে। কাজের ফাঁকে ঘুরে বেড়াতে ভালোবাসেন স্নেহা তা তার ইন্সটা প্রোফাইল দেখলেই বোঝা যায়। কিছুদিন আগেই সিঙ্গাপুরে ঘুরতে গেছিলেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি নাচও স্নেহার বেশ প্রিয়। মাঝেমধ্যেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করে থাকেন নাচের নিত্যনতুন ভিডিও যা ভাইরাল হয়ে যায় তার ফ্যানদের মধ্যে।

The post বিকিনিতে পুলের মধ্যে খোশমেজাজে অভিনেত্রী স্নেহা! ভাইরাল হল ভিডিও appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/5eskRr8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages