কপালে সিঁদুর পড়নে শাড়ি! বং লুকে সকলকে মুগ্ধ করলেন উর্বশী - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 18, 2022

কপালে সিঁদুর পড়নে শাড়ি! বং লুকে সকলকে মুগ্ধ করলেন উর্বশী


বিশ্বসুন্দরী উর্বশী রাউতেলা সবসময় থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় গায়ক হানি সিংয়ের সাথে একটি মিউজিক ভিডিওতে প্রথম দেখা গেছিল উর্বশীকে। তারপর তিনি বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছেন কিন্তু বড়সড় হিট দিতে পারেননি।

সম্প্রতি ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ কে নিয়ে করা একটি মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন উর্বশী যার ফলে গোটা দেশজুড়েই চর্চায় থেকেছেন তিনি। এখন অবশ্য সেসব অতীত। দুজনের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় আজকাল উর্বশী ভাইরাল হয়েছেন অন্য কারণে। বাঙালি লুকে উর্বশীর ছবি দেখে পাগল নেটিজেনদের একাংশ। ওয়েস্টার্ন পোশাকেই উর্বশী বেশি অভ্যস্ত এবং তিনি নানারকম ফ্যানশনেবল পোশাক পড়ে থাকেন কিন্তু আদ্যোপান্ত বাঙালি রমণী তিনি হয়ে ওঠেননি কখনোই।

নিজের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ কিছু ছবি আপলোড করেছেন অভিনেত্রী যা দেখে বিশেষ করে বাঙালি নেটিজেনদের চক্ষু তো চড়কগাছ। কপালে সিঁদুর, পড়নে শাড়ি সবকিছু মিলিয়ে আবার স্পটলাইট নিজের দিকে কেড়ে নিলেন অভিনেত্রী।

শাড়িতেই নারী! প্রমাণ করলেন উর্বশী

৫৫ মিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকে উর্বশী কে। তিনি সেখানে আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি। সম্প্রতি আপলোড করা তার এই ছবিগুলি বেশ ভাইরাল হয়েছে এবং পন্থ কে নিয়ে বিতর্ক আসলে তার শাপে বর হয়েছে।

The post কপালে সিঁদুর পড়নে শাড়ি! বং লুকে সকলকে মুগ্ধ করলেন উর্বশী appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/nq7Vi2z

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages