অবশেষে বহু জল্পনার পর অবশেষে RRR ছবি নিয়ে নিজের বিবৃতি দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ট্রেলার লঞ্চের সময় থেকেই এই ছবিকে নিয়ে মানুষের মধ্যে চরম উন্মাদনা কাজ করছিল। গোটা দেশের মানুষ এই ছবির জন্য অপেক্ষা করছিল বহুদিন ধরে। জুনিয়ার এনটিআর এবং রামচরণকে একত্রে স্ক্রিনে দেখার জন্য মানুষ ছবির মুক্তির আশায় দিন গুনছিল। অবশেষে এই ছবি মুক্তি পেয়েছে এবং তা ভালোই ব্যবসা করছে।
তবে ট্রেলার থেকেই মানুষ জানতেন যে ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করলেও খুব বেশি সময়ের জন্য থাকবেন না আলিয়া। ছবি রিলিজের পরেও দেখা গেছে কয়েক মিনিটের জন্য তিনি রয়েছেন ছবিতে। আর এর পর থেকেই শুরু নয়া বিতর্কের।
হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া থেকে RRR সম্পর্কিত সমস্ত পোস্ট মুছে ফেলেন আলিয়া। এর পর থেকেই জল্পনা জোরালো হয় যে, ছবির ফাইনাল কাট দেখেই তিনি পরিচালকের ওপর রেগে গেছেন এবং আগামী দিনেও আর রাজামৌলির সাথে কাজ করবেন না আলিয়া। তবে এবার এই বিষয়ে নিজেই খোলসা করলেন অভিনেত্রী।
নিন্দুকদের সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন আলিয়া ভাট। তিনি স্পষ্ট একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন রাজামৌলির সাথে কাজ করা তার কাছে গর্বের বিষয় এবং RRR ছবি নিয়ে তার মধ্যে কোন ক্ষোভ নেই। এই যদি হয় তাহলে নিজের সোশ্যাল মিডিয়া থেকে RRR সংক্রান্ত সমস্ত পোস্ট তুলে নেওয়ার কারণ কী? ‘গাঙ্গুবাই’এর সমস্ত পোস্ট সেখানে বর্তমান কীভাবে? এর অবশ্য কোন ব্যখ্যা দেননি অভিনেত্রী।

৫৫০ কোটি টাকা দিয়ে নির্মিত এই ছবি RRR এখনও অবধি ৫০০ কোটির ও বেশি টাকা কামিয়ে ফেলেছে বক্স অফিসে। পেছনে ফেলে দিয়েছে ‘বাহুবলি’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’এর মত বড়সড় হিটকেও। এই ছবিতে অভিনয় করেছেন বলিউড স্টার অজয় দেবগণ এবং আলিয়া ভাটও। দুজনেই ছবির দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এই ছবিতে অভিনয়ের জন্য ৯ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আলিয়া। প্রচারের জন্যেও মোটা অংকের টাকা নিয়েছিলেন তিনি।
The post RRR ছবি নিয়ে এবার অবশেষে মুখ খুললেন আলিয়া ভাট! জানেন কী বললেন অভিনেত্রী? appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/1Vwv89b
No comments:
Post a Comment