রেল স্টেশনে রেল চলে বলেই জানে সকলে। এমনটাই স্বাভাবিক, প্ল্যাটফর্মে মানুষ দাঁড়িয়ে থাকে এবং যথাসময়ে ট্রেন এসে দাঁড়ায়, কেউ ওঠে কেউ নেমে যায় নিজের সময়মত আবার অন্য স্টেশনের দিকে ছোটে ট্রেন। তবে এবার স্টেশনের মধ্যে দেখা গেল একটি টোটো। প্ল্যাটফর্মে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকার কথা সেখানেই চলছে টোটো।
এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাড়া বেশি দিয়েছে যাত্রী ফলে স্টেশনের বাইরে নয়, একেবারে প্ল্যাটফর্মের মধ্যে এসে যাত্রীকে নামিয়ে দিয়েছেন দায়ীত্ববান টোটোচালক। রাণাঘাট স্টেশনে এই কান্ডটি ঘটেছে বলে জানা গেছে। অনেকেই এই ভিডিওটি শেয়ার করেছে।
কেউ কেউ ভিডিওটি শেয়ার করে লিখেছে ভাড়া বেশি দেওয়া হলে টোটোচালক ট্রেন তুলে নিয়ে চলে আসত। তবে এর পেছনে অন্য কোন কারণও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। হয়তো টোটোর মধ্যে অসুস্থ কোন ব্যক্তি ছিল বা হয়তো তার হাঁটতে কোন অসুবিধা হচ্ছিল, সেইজন্যই প্ল্যাটফর্মের মধ্যে টোটো চালিয়ে দিয়েছেন চালক।
কিন্তু আসল ঘটনা যে ঠিক কী তা অবশ্য তারাই জানেন যারা সেই সময় ঘটনাস্থলে ছিল। আপাতত এই ভিডিও দেখে মজা নিচ্ছে সবাই। সকলের টাইমলাইনে ঘুরছে স্টেশনের মধ্যে টোটোর এই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় রোজ কত কিছুই ভাইরাল হয় আবার হারিয়েও যায়। রাণু মণ্ডল থেকে শুরু করে ‘কাঁচাবাদাম’ গানের গায়ক ভুবন বাদ্যকর সকলেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছেন এবং তাদের জীবনে এসেছে আমূল পরিবর্তন। এখন রাণাঘাটের এই টোটোচালকও ভাইরাল মানুষের মধ্যে। আগামী দিনে তাকে নিয়েও নেটিজেনরা মাতামাতি করে কি না সেটাই দেখার।/
The post স্টেশনের মধ্যে চলছে টোটো! ভিডিও শোরগোল ফেললো নেটদুনিয়ায় appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3GZ6Hod
No comments:
Post a Comment