
বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আদালত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃত চারজনই পেশায় সাঁতারু। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় আরো একবার দেশের মহিলাদের সুরক্ষা নিয়ে তৈরি হয়ে গেল বড়সড় প্রশ্নচিহ্ন।
নির্যাতিতা আমাদের রাজ্যেই নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিংহোমে তিনি কাজ করতেন। অভিযুক্তদের মধ্যে একজন ছিল তার পূর্বপরিচিত। ডেটিং অ্যাপের মধ্যে তাদের মধ্যে আলাপ এবং পরে বন্ধুত্ব হয়।
নির্যাতিতা দাবি করেছে গত ২৪শে মার্চ দুপুরে এক অভিযুক্ত তাকে নিজের ফ্ল্যাটে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানায়। ওই ফ্ল্যাটে তার আরো তিন বন্ধু ছিল। চারজনই দিল্লির বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার জন্য তারা বেঙ্গালুরু এসেছিল। নির্যাতিতা সেই ফ্ল্যাটে গেলে সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করে বলে তার অভিযোগ।
পরদিন অর্থাৎ ২৫ তারিখে তার এক বন্ধু ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে এবং পুলিশের কাছে নিয়ে যায়। এই ঘটনার অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। আদালত চারজনকেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। দোষীদের কড়া শাস্তি হোক এমনটাই চায় নির্যাতিতা এবং তার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
The post বাঙালি নার্সকে গণধর্ষনের অভিযোগে বেঙ্গালুরুতে চারজন কে গ্রেফতার করলো পুলিশ appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/4jPKlYy
No comments:
Post a Comment