বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে নানারকম খবর ভেসে আসে আমাদের টাইমলাইনে যার মধ্যে বেশিরভাগই নানারকম মুখরোচক মশলাদার খবর থাকে এবং তার বেশিরভাগই আসলে গুজব। এই গুজবকেই সত্যি ভেবে নেন অনেকে। কিছুদিন আগেই মারা গেছেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার মৃত্যুর পর থেকেই তার অতীত জীবন এবং কর্মজীবন সম্পর্কে নানা খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে
অভিনেতার অতীত জীবনের বিভিন্ন ব্যাক্তিগত ঘটনার পাশাপাশি তিনি কারোর কাছে কাজ চেয়েছেন কি না এই সবকিছু নিয়েই খবর করেছে নানা মিডিয়া জার ফলে স্বাভাবিক ভাবেই অসন্তুষ্ট অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি। সদ্য স্বামীহারা হয়ে গভীরভাবে শোকাহত তিনি। তাও এই বিষয়টি তাকে আরো বেশি করে কষ্ট দিয়েছে।
সদ্যপ্রয়াত স্বামীকে নিয়ে এই ধরনের খবর দেখে স্বাভাবিক ভাবেই ব্যথিত সংযুক্তা দেবী এবার অভিষেক বাবুর সোশ্যাল হ্যান্ডেলে খোলা চিঠি লিখলেন রাজ্যের মানুষের উদ্দেশ্যে। তিনি লিখেছেন, “আমি সকলকেই অনুরোধ করব এই কঠিন সময় আমাকে ও আমার কন্যা সাইনাকে (ডাকনাম ডল) আপনারা শোকের জন্য সময় দিন। সেই সঙ্গে এটাও অনুরোধ করব, দয়া করে মিথ্যা গুজবে কান দেবেন না।
অভিষেক দারুণ একজন মানুষ। ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। এটা বলতে চাই, ও কিন্তু ওর পরিবারকে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল অবস্থায় রেখে যায়নি। পরিবারই ছিল ওর ধ্যানজ্ঞান। সারাক্ষণ আমাদের ভালমন্দেরই খেয়াল রাখত অভিষেক। কেবল তাই নয়, ও চলে যাওয়ার পরও যাতে আমরা ভাল থাকি, স্বচ্ছল জীবন কাটাতে পারি, সেদিকটাও খেয়াল রেখেছে। অভিষেক আমার আত্মনির্ভর হওয়ার যাত্রা পথে পাশে ছিল। আমি নিজেও চাকরি করি। ইউকের ফিনটেক ফার্মের কর্মী আমি।
অভিষেকের আত্মার শান্তির কথা ভেবেই একটা অনুরোধ করব আপনাদের সকলকে। ইন্ডাস্ট্রির কোনও ব্যক্তি, কোনও তারকা আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করেননি। এই বিষয়ে যে যে গুজব ছড়িয়েছে, সবটাই মিথ্যা। অভিষেক কোনওদিনও কারও থেকে আর্থিক সাহায্য নেননি। ওর পরিবারও কোনওদিনও কারও কাছে হাত পাতেনি। ওর আত্মার শান্তি কামনা করুন। নৈতিক মূল্যবোধে বিশ্বাসী একজন ভাল মানুষ হিসেবেই ওকে মনে রাখুন সকলে…”
The post গুজবে কান দেবেন না, খোলা চিঠি লিখলেন অভিষেক appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/5IulK4d
No comments:
Post a Comment