রাশিয়াকে চাপে রাখতে আমেরিকা ভারতের সহযোগিতা আশা করছে আবার অন্যদিকে যখন পশ্চিমী দুনিয়া রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে তখন রাশিয়া সস্তায় ভারত কে তেল বিক্রি করতে চাইছে। সবমিলিয়ে বেশ চাপে রয়েছে ভারত।
যুদ্ধের পরিস্থিতির মধ্যেই ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগই লাভরভ। এই অবস্থায় তিনি খোদ ভারতে আসছেন মনে বুঝতে হবে রাশিয়ার ওপর চাপ কতটা। রাশিয়া চায় ভারত কমপক্ষে ১৫ মিলিয়ন ব্যারেল তেল কেনার চুক্তি করে ফেলুক। তেল আনা থেকে শুরু করে বিমার খরচ দেবে রাশিয়া কিন্তু ভারত অতটা না নিলেও ৩.৫ মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল কিনবে বলে জানা গেছে।
অন্যদিকে আমেরিকা চাইছে ভারত যেন এই অবস্থায় রাশিয়ার পাশে না থেকে পশ্চিমী দুনিয়াকে অনুসরণ করে। কিন্তু বর্তমানে দেশে যে পরিমাণে জ্বালানির মূল্য বাড়ছে সেখানে মানুষের রাগ স্বাভাবিক ভাবেই গিয়ে পড়ছে সরকারের ওপর। এই অবস্থায় রাশিয়া ব্যারেল প্রতি ৩৫ ডলার ছাড় দিচ্ছে যা যথেষ্ট লোভনীয়।
রাশিয়ার থেকে মোট চাহিদার ১% তেল কেনে ভারত। তবে ভারতের মত জনবহুল দেশ যদি রাশিয়ার থেকে তেল কেনে তাহলে ভারতের এই বিশাল বাজারে কব্জা করবে রাশিয়া যা আমেরিকার অসন্তোষের কারণ হবে। কিন্তু আপাতত আমেরিকার চোখ রাঙানি কে পাত্তা না দিয়ে রাশিয়ার থেকে তেল কিনবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
আগামী দিনে আমেরিকা সহ পশিম দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক কোথায় যায় সেটা অবশ্য দেখার বিষয় হবে তবেই মুহূর্তে ভারত যে রাশিয়ার ওপরেই ভরসা রাখছে তা বেশ পরিস্কার আন্তর্জাতিক রাজনীতিতে।
The post আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করেই রাশিয়ার থেকে তেল কিনবে ভারত! appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/2HzX46I
No comments:
Post a Comment