রাজ্যের অন্যতম বিতর্কিত জুটি হলেন শোভন-বৈশাখী। তাদের নিয়ে একাধিকবার উথালপাথাল হয়েছে বাংলার মিডিয়া। সামনে এসে ত্রিকোণ সম্পর্কের সমীকরণ। স্ত্রী রত্না চ্যাটার্জির সাথে থাকতে থাকতেই বৈশাখী বন্দোপাধ্যায়ের সাথে আলাপ হয় শোভন বাবুর। এরপরেই তাদের বন্ধুত্বের শুরু। সম্প্রতি একসাথে থাকেন দুজনে।
রাজ্যের মানুষ তাদের নিয়ে যাই বলুক না কেন শোভন-বৈশাখী আছেন নিজের ছন্দে। বান্ধবীর এক বিন্দু অপমান মেনে নিতে রাজি নন শোভন বাবু। এর জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন এবং পরে বিজেপি ছেড়ে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন। আগামী দিনে তিনি কি আবার ফিরবেন রাজনীতিতে? সেই প্রশ্ন অনেকের মনেই।
এসব বিতর্কের মাঝখানে নিজেদের জন্য আলাদা করে সময় বের করে ফেললেন তারা। কাশ্মীর বহু মানুষের স্বপ্নের জায়গায়। জীবনে প্রিয় মানুষের সাথে অন্তত একবার হলেও কাশ্মীরে ঘুরতে চান সকলেই। আর এবার নিজের প্রিয়তম বান্ধবীর সাথে ভূস্বর্গ কাশ্মীরে পাড়ি দিলেন শোভন চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।
কখনো বরফে মোড়া পাহাড় আবার কখনও টিউলিপ গার্ডেন। চেটেপুটে কাশ্মীরের স্বাদ উপভোগ করছেন তারা। সঙ্গে বৈশাখী বন্দোপাধ্যায়ের মেয়েও রয়েছে। নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বরাবরই বলিষ্ঠ ভাবে বৈশাখীর পাশে থেকেছেন শোভন। এখন তারা একসঙ্গে।
স্বাভাবিক ভাবেই এই ছবি ভাইরাল হয়েছে। কিন্তু তাতে অবশ্য শোভন বৈশাখীর কিছু যায় আসেনা কারণ, ভাইরাল হতেই অভ্যস্ত তারা। এভাবেই আগামী দিনেও একসাথে থাকতে চান তারা। বহু মানুষ সমালোচনা করলেও বহু মানুষ ঈর্ষা ও করে বৈকি।
The post একই বলে প্রেম! চেটেপুটে কাশ্মীরের স্বাদ নিচ্ছেন বাংলার বিতর্কিত জুটি শোভন-বৈশাখী appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/Dqsd73K
No comments:
Post a Comment