
সময়টা একদমই ভালো যাচ্ছেনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তিনি যা ই করতে যাচ্ছেন সেখানেই বাঁধা পাচ্ছেন। ইমরান খানের বিরুদ্ধে যখন বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছিল তখনই ৯০ দিনের মধ্যে পাকিস্তানে ভোট সংগঠিত করার কথা জনিয়ে দিয়েছিল সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি।
তবে এবার সেদেশের নির্বাচন কমিশন জানিয়ে দিল তিন মাস ক্যান, আগামী ৬ মাসের মধ্যে পাকিস্তানে ভোট করা সম্ভব নয়। এর আগে পাকিস্তানের সংবিধানকে সংশোধন করে বিভিন্ন ভোটকেন্দ্রকে বাড়ানো হয়েছে ফলে ৯০ দিনের মধ্যে নতুন ভোটার তালিকা তৈরী করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।
ইমরান খান ভেবেছিল ভোট হলে পাকিস্তানের মানুষ হয়তো তার দলেই থাকবে, কিন্তু আপাতত পরিষ্কার হয়ে গেল গোটা দেশে ভোট এখনই হবেনা। এবার রাষ্ট্রপতি কী ব্যবস্থা নেবেন সেটাই দেখার। এই মুহুর্তে কোন কেয়ারটেকার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসানো হতে পারে এবং আগামী ভোট পর্যন্ত সে দায়িত্ব সামলাতে পারে।
তবে নিজের কুর্সি সহজে ছাড়তে রাজি নন ইমরান খান। তিনি শেষ বল অবধি লড়াই করার হুংকার দিয়েছেন। তবে অশান্তি এড়াতে সেনার হাতেও চলে যেতে পারে দেশ, তা একদমই চাইছেন না প্রধানমন্ত্রী কারণ পাক সেনা তার ওপর থেকে হাত তুলে নিয়েছে তা তিনি ঢের ভালো ভাবে জানেন। তবে একবার সেনার হাতে ক্ষমতা গেলে সেই ক্ষমতা আর তার হাতে ফিরবে কি না সন্দেহ রয়েছে।
কিন্তু সেনার সাথে লড়াই করে কি আদৌ কুর্সি বাঁচাতে পারবেন ইমরান? একসময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনার ওপর ভর করেই কুর্সিতে আসীন হয়েছিলেন তিনি। তবে তার একাধিক কার্যকলাপে বিরক্ত সেনা, পাশাপাশি পাকিস্তানের সাধারণ মানুষও দেশের অর্থনীতির অবস্থা দেখে খুশি নয় ফলে মানুষের মধ্যেও ইমরান খানকে নিয়ে তৈরী হয়েছে সন্দেহ। ফলে এসব কিছুর ফসল হিসেবে ইমরান খানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল পাক সেনা কিন্ত তা না করে এখন ফের বিপাকে ইমরান।
The post সময়টা একদমই ভালো যাচ্ছেনা ইমরান খানের! ফের বড় ধাক্কা খেলেন তিনি appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/mqIW9T5
No comments:
Post a Comment