বর্তমানে বিতর্কের অপর নাম কঙ্গনা রানাওয়াত। গোটা দেশজুড়ে যাই ঘটনা ঘটে থাকুক না ক্যান সেখানে কঙ্গনা বিশেষ টিপ্পনী দেবেনই। সব বিষয়ে কথা না বললে তিনি ঠিক শান্তি পাননা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে কৃষক আন্দোলন এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ সবকিছুতেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী।
নিজের এই স্বভাবের জন্য বলিউডের একাধিক প্রযোজক এবং পরিচালকের সাথে শত্রুতা করে নিয়েছেন কঙ্গনা যার মধ্যে অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে করণ জোহর, মহেশ ভাট সকলেই আছেন। বর্তমানে তিনি ‘লকআপ’ নামের একটি শো সঞ্চালনা করছেন। এই শো নিয়ে বরাবরই বিতর্ক দেখা যায়। শোয়ের প্রতিযোগীরা মাঝেমধ্যেই এমন কিছু কাজ করে ফেলেন যার জেরে চলে আসেন চর্চায়।
আর এই শোয়ের সঞ্চালনা নিয়ে বলিউডের হেভিওয়েট স্টারদের একহাত নিলেন অভিনেত্রী। এর আগে বহু বলিউড সেলেব শো হোস্ট করেছেন। শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমার, এই দৌড়ে সকলেই রয়েছেন। তাদের উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, ‘শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিংয়ের মতো বলিউডের বহু তারকাই শো সঞ্চালনায় এগিয়ে এসেছিলেন। তবে এই তারকারা সিনেমার কেরিয়ারে জনপ্রিয়তা অর্জন করলেও সঞ্চালনায় একেবারে ব্যর্থ। একমাত্র শ্রী অমিতাভ বচ্চন, সলমন খান, কঙ্গনা রানাউতই সুপারস্টার সঞ্চালক হয়েছেন।’
নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে কঙ্গনা আরো লিখেছেন, ‘আমি জানি হিংসুটে মুভি মাফিয়ারা আমাকে টেনে নিচে নামানোর, অসম্মান করার চেষ্টা করবে। কিন্তু এতে আমার কিছু যায় আসে না। আমি সবার জন্য যদি দাঁড়াতে পারি, তাহলে নিজের জন্যও দাঁড়াব। সহজ কথায়, আমি এই প্রজন্মের সবচেয়ে সফল সঞ্চালক।’
এই শোয়ের প্রমো লঞ্চের সময়ও একতা কাপুর এবং করণ জোহরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কঙ্গনা। তিনি তাদের জেলে পুড়তে ও চেয়েছিলেন। বলিউডের মুভি মাফিয়ারা যে তাকে কোণঠাসা করতে উদ্যত তা বারবার দাবি করে এসেছেন অভিনেত্রী তবে তিনি কারোর সামনে মাথা নত করবেন না সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন।
The post শাহরুখ, করণকে পেছনে ফেলে বলিউডের এক নম্বর সঞ্চালক তিনি! দাবি কঙ্গনা রানাওয়াতের appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/awfgOMk
No comments:
Post a Comment