এবার ‘কাঁচাবাদাম’ গানের তালে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত! দেখুন ভিডিও - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 5, 2022

এবার ‘কাঁচাবাদাম’ গানের তালে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত! দেখুন ভিডিও


বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে ভাইরাল একটি গান ‘কাঁচাবাদাম’। ভুবন বাদ্যকর নামে জনৈক বাদাম বিক্রেতা নিজের মত করে গান বেঁধে বাদাম বিক্রি করে থাকেন। সেইসময় তিনি ‘কাঁচাবাদাম’ গানটি গেয়েছিলেন। এই সময় কোন এক ব্যক্তি সেটি ভিডিও করে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়।

এরপর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এবার রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে এই গান। ব্রাজিল, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতেও মানুষ এই গানের তালে কোমড় দুলিয়েছেন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই এই গানের সাথে রিল বানিয়ে তা আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার ভুবন বাবুর এই গানের তালে কোমর দোলালেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, সাথে ছিলেন রিতেশ দেশমুখ। নীল রঙের ডিজাইনার ঘাঘরা তে এই গানের তালে নেচেছেন মাধুরী দীক্ষিত যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছেন।

কিছুদিন আগেই ইলামবাজারে একটি অনুষ্ঠানে তিনি জানিয়ে দিয়েছেন আর বাদাম বিক্রি করবেন না তিনি। ভুবন বাবুর কথায়, “আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আশা করি বাদাম আর বিক্রি করতে হবে না।” ইতিমধ্যেই ‘গোধূলী’ নামের একটি মিউজিক কোম্পানি এই গানের কপিরাইট কিনে নিয়েছে। তাদের সাথে তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে ভুবন বাবুর।

বলিউডের প্রথম সারির অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাঁচাবাদাম এর তালে নাচ প্রমাণ করে দিল ভুবন বাবু এখন কতবড় স্টার। সম্প্রতি মুম্বাইয়ে গিয়ে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন ভুবন বাদ্যকর। গোটা দেশের মধ্যে ধীরে ধীরে আরো জনপ্রিয়তা বাড়ছে তার, গানকেই আগামী দিনে কেরিয়ার বানাতে চান তিনি।

The post এবার ‘কাঁচাবাদাম’ গানের তালে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত! দেখুন ভিডিও appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/6DsgNFu

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages