হিন্দুদের ঐতিহ্যবাহী তীর্থস্থান পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দুষ্কৃতি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরের অন্দরে কর্মী এবং সেবায়েতদের মন্দিরে। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দির সারা দেশের মানুষের জন্য পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে থাকে এই মন্দিরে।
জগন্নাথ দেবের জন্য রোজ ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়। তবে মন্দিরের রশা শালা অর্থাৎ রান্নাঘরে দুষ্কৃতি হামলার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ৪০ টি চুলা। এই ঘটনা কারা ঘটালো তা নিয়ে শোরগোল শুরু হয়েছে মন্দির কর্তৃপক্ষের মধ্যেই কারণ যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।
পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরে মন্দিরের ভিতরের সেবায়েত এবং কর্মীরা ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। সেখানে এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে মন্দির সূত্রের খবর ৪০ টি চুলার অনেকগুলি সারিয়ে নেওয়া হয়েছে এবং এর জন্য জগন্নাথ দেবকে ভোগ দেওয়ায় কোনরকম অসুবিধা হচ্ছেনা।
পুরীর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, অবিলম্বে দোষীদের খুঁজে শাস্তি দেওয়া হবে। পাশাপাশি মন্দিরের মধ্যে দলবাজির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন অনেকে, ফলে পবিত্র ধর্মস্থানে এই জাতীয় গোষ্ঠীকোন্দল কোনভাবেই বরদাস্ত করা হবেনা বলে জানানো হয়েছে।
পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে সবশুদ্ধ ২৪০টি ‘চুল্লা’ বা উনুন রয়েছে। রোজ পাঁচশোর বেশি সেবায়েতরা এখানে রান্না তথা ‘সুয়ারা’ করেন। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ভোগ প্রস্তুত করা হয় এখানে। সব মিলিয়ে ১৫ হাজার বর্গ ফুট এলাকা বিস্তৃত এই রান্নাঘরে রয়েছে বড় বড় হল যেগুলোর উচ্চতা ২০ ফুট। ৪ ফুট দীর্ঘ উনুনগুলি এমন ভাবে প্রস্তুত, যার ফলে দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই উনুনে নির্মিত ভোগ গ্রহণ করেন। উৎসবের সময়ে সেই সংখ্যা আরও বাড়ে।
The post পুরীর মন্দিরে দুষ্কৃতীদের হামলা! ক্ষতিগ্রস্থ হল রান্নাঘরের ৪০ টি চুলা! appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/7qRdT9a
No comments:
Post a Comment