“মসজিদে আপনারা কেন মাইক বাজান?”, রাজ ঠাকরের মন্তব্য নিয়ে শুরু জল্পনার - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 3, 2022

“মসজিদে আপনারা কেন মাইক বাজান?”, রাজ ঠাকরের মন্তব্য নিয়ে শুরু জল্পনার


শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। এই সময়টি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ন এবং বছরের এই সময়টিতেই আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। ফলে স্বাভাবিক ভাবেই রমজান মাস নিয়ে মানুষের মধ্যে আবেগ কাজ করে। আর এবার এই রমজানের শুরুতেই মসজিদে মাইক না বাজানোর বিষয়ে বললেন এমএনএস রাজ ঠাকরে।

প্রয়াত বালাসাহেব ঠাকরের ভাইপো তিনি। কারোর ধর্মীয় প্রার্থনায় তার কোন আপত্তি নেই তবে মসজিদে মাইকে নামাজ বাজানো যাবেনা বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজ ঠাকরে। তার বক্তব্য,’মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন। আমি কারও প্রার্থনার বিরোধী নই। কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আপনারা কেন মাইক বাজান? ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয় তখন তো মাইক ছিল না।’

এরপরই রাজ ঠাকরের হুঁশিয়ারি, ‘সরকার যদি মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করে, তাহলে এমএনএস কর্মীরা সব মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজাবে।’ এরপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এমন হুশিয়ারি খুশির উৎসবে যথেষ্ট ঝামেলা সৃষ্টি করতে পারে বলে মনে করছে সকলে।

শুধু মাইক বাজানোয় না থেমে রাজ ঠাকরের বক্তব্য, ‘মহারাষ্ট্রের মাদ্রাসা এবং মাজারগুলিতে তল্লাসি চালান। এসব জায়গায় পাকিস্তানি সমর্থক বাড়ছে। মুম্বই পুলিশ জানে এসব মাদ্রাসায় কী হয়। কিন্তু আমাদের বিধায়করা এদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে। এদের আধার কার্ডও থাকে না, বিধায়করা তৈরি করে দেয়।’

পবিত্র রমজান মাসের আগেই শিবাজি পার্কের ভাষণে এমএনএস প্রধানের এমন বক্তব্যে অশান্তির ইঙ্গিত স্পষ্ট। তবে এখন মহারাষ্ট্রের পুলিশ এর পরে কি ব্যবস্থা নেয় সেদিকেই চোখ থাকবে সকলের।

The post “মসজিদে আপনারা কেন মাইক বাজান?”, রাজ ঠাকরের মন্তব্য নিয়ে শুরু জল্পনার appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/EvIrBbA

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages