১৫% ভাড়া বাড়িয়ে দিল ক্যাব সংস্থা উবের! ভোগান্তি সাধারণ মানুষের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 3, 2022

১৫% ভাড়া বাড়িয়ে দিল ক্যাব সংস্থা উবের! ভোগান্তি সাধারণ মানুষের


দেশজুড়ে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। আর এর জের গিয়ে পড়েছে বাজারে। যার ফলে সবকিছুরই দাম বাড়ছে। আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে ক্যাবের ওপর। প্রথম সারির ক্যাব সংস্থা উবের ১৫% ভাড়া বাড়িয়েছে শনিবার থেকেই এবার এই বিষয়ের পর নড়েচড়ে বসেছে সরকার।

উবেরের এই ভাবে ভাড়া বাড়ানো মোটেই ভালোচোখে দেখছেনা রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি বিধানসভায় বিল পাশ করে এই ভাড়া বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার এমনটাই জানানো হয়েছে। যাত্রীদের হয়রানি থেকে উদ্ধার করতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে আগামী বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। ক্যাবিনেটে পাশ করে সেই বিল আইনে পরিণত করা হবে। ভাড়াবৃদ্ধির পক্ষে সরকার নয়।’ পরিবহণ দফতর আগামী ৬ই এপ্রিল একটি বৈঠক ডাকবে বলেও স্থির করেছে।

কলকাতার মত মেট্রো সিটিতে ক্যাবের প্রয়োজনীয়তা এবং চাহিদা মারাত্মক। বহু মানুষ ক্যাবের ওপর নির্ভরশীল ফলে এই অবস্থায় এভাবে ভাড়া বাড়ানোর ফলে অসুবিধায় অনেক সাধারণ মানুষ। এখনো অবধি উবের বুক করলেও এসি চালাতে চাইতো না ড্রাইভাররা, তবে সংস্থার তরফে জানানো হয়েছে নতুন ভাড়া বাড়ানোর পর সব ড্রাইভার এসি চালাতে বাধ্য।

সরকার এই ভাড়া বৃদ্ধির জেরে কি সিধান্ত নেয় সেদিকে চোখ থাকবে সকলের তবে জ্বালানির দাম না কমলে এভাবে সমস্যার সমাধান সম্ভব আদৌ হবে কি না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

The post ১৫% ভাড়া বাড়িয়ে দিল ক্যাব সংস্থা উবের! ভোগান্তি সাধারণ মানুষের appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/s1lZ27T

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages