বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অজয় দেবগণ এবং কাজল সবসময় থাকবেন প্রথম সারিতে। ১৯৯৯ সালে তারা বিয়ে করেন এবং আজ অবধি দুজনে একসাথে সুখে সংসার করছেন। ন্যায়সা এবং যুগ কে নিয়ে তাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। কিন্তু যেকোন হ্যাপি কাপলদের জীবনে কখনও না কখনও আসে বড়সড় ঝড়। সেরকম এসেছিল কাজল ও অজয়ের জীবনেও।
ন্যায়সা এবং যুগের জন্মের আগে দুবার গর্ভপাত হয়েছিল কাজলের। সেই সময় অজয়ের সাথেও কাজলের সম্পর্ক খুব একটা ভালো ছিলনা। প্রথমবার যখন কাজল গর্ভবতী হয়েছিলেন তখন অজয় তাকে বলেছিলেন কোন কাজ না করতে বিশ্রাম নিতে কিন্তু নিজের জীবনে নিজের সিধান্ত নিজেই নিতে ভালোবাসেন কাজল। তাই অজয়ের নিষেধ অমান্য করেই তিনি ‘কাভি খুশি কাভি গাম’ এর শ্যুটিং করছিলেন।
এই সময় শাহরুখ এর সাথে ‘ইয়ে লাড়কা হায় আল্লাহ’ গানের নাচের রিহ্যার্সাল করার সময় হঠাৎ ই মাথা ঘুরে পড়ে যান কাজল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান অজয় এবং সেখানে কাজল কে চড় মারেন তিনি। এরপর করণ জোহর কেও অনেক কথা শোনান। এরপরেই কাজল কে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।
এই ঘটনার পরে আরো একবার গর্ভপাত হয় কাজলের। সেই সময়টা খুবই কঠিন ছিল এই সেলেব কাপলের পক্ষে। তারা দুজনেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে এতকিছুর পরেও একসাথে ছিলেন দুজনে। কঠিন সময়ে কাজল এবং অজয় একসাথেই থাকার সংকল্প নিয়েছিলেন। সেই সংকল্প তারা বাস্তবায়িত করেছেন।
নিজের জীবনের এই অন্ধকার দিকটি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেছিলেন, “করণের ‘কভি খুশি কভি গম’ হিট হয়। কিন্তু সে সময়ে ছবির সাফল্যে একটুও আনন্দ করতে পারিনি। প্রথম সন্তানকে হারিয়েছি সে বার। তার পরে আবারও গর্ভপাত হয়। অজয় এবং আমার জন্য সেই সময়টা খুবই কঠিন ছিল। কিন্তু এখন আমাদের পরিবার সম্পূর্ণ। নায়সা এবং যুগ এসেছে আমাদের জীবনে।”
The post দুবার গর্ভপাতের ধাক্কা সামলে আজ নিজের পরিবারকে সম্পূর্ন করেছেন কাজল ও অজয়! রইলো এই সেলেব কাপলের অজানা গল্প appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/nuFzjRe
No comments:
Post a Comment