আয়নায় নাকি ছায়া পড়েনা পাক প্রধানন্ত্রী ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 4, 2022

আয়নায় নাকি ছায়া পড়েনা পাক প্রধানন্ত্রী ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির


ক্ষমতায় আসার ৬ মাস আগে ২০১৮ সালে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বিয়ে করেছিলেন বুশরা বিবিকে। এখনও পাক প্রধানমন্ত্রীর স্ত্রী বুশরা বিবি। তবে তাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে আছে পাকিস্তানের মানুষের মধ্যে। অনেকের মতে বুশরা বিবি আসলে আধ্যাত্মিক কাজকর্মের সাথে যুক্ত।

ইমরান খানের দীর্ঘদিনের বন্ধু বুশরা বিবি ১৯৮৯ সালে বিয়ে করেছিলেন খাওয়ার মানেকাকে। তবে সেই বিয়ে ভেঙে যায় ২০১৭ সালে আর এরপরেই ২০১৮ সালে তিনি বিয়ে করেন ইমরান খান কে। ছোট থেকেই বুশরা বিবি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন ফলে সবসময় তাকে হিজাব পড়া অবস্থাতেই দেখা যায়।

ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করেন না বুশরা বিবি। কিন্তু প্রধানমন্ত্রীর কাছের লোকজন যা দাবি করেন তা আরো মারাত্মক। অনেকের মতে আয়নায় নাকি ছায়া পড়েনা বুশরা বিবির। স্বাভাবিক ভাবেই এই কথা শোনার পর অনেকেরই হাড় হিম হয়ে যাওয়ার কথা। এছাড়াও তিনি নাকি শয়তানের উপাসনা করেন বলেও দাবি করেছেন বহু মানুষ।

বর্তমানে ইমরান খানের গদি টলমল। যখন তখন তা সরে যেতে পারে। পাকসেনা হাত তুলে নিয়েছে ইমরান খানের ওপর থেকে। এই সময় বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি কেজি কেজি মাংস কিনে বাড়িতে তা পুড়িয়ে কোন এক যজ্ঞ করছেন। এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও অনেকেই বিশ্বাস করেন বুশরা বিবি কোন সাধারণ মহিলা নয়।

নিজের জীবনে একাধিক নারীসঙ্গ করেছেন ইমরান খান। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বরাবরই দুর্বল মহিলাদের প্রতি। দেশ এবং দেশের বাইরেও একাধিক মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেছেন ইমরান খান। তবে বর্তমানে নিজের গদি সামলাতে ব্যস্ত তিনি।

The post আয়নায় নাকি ছায়া পড়েনা পাক প্রধানন্ত্রী ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/9iz8QDp

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages