ক্যামেরার সামনে পোশাক খুলবেন বলেছিলেন! কথা রাখলেন পুনম পান্ডে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 5, 2022

ক্যামেরার সামনে পোশাক খুলবেন বলেছিলেন! কথা রাখলেন পুনম পান্ডে


বর্তমানে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মধ্যে অবশ্যই চর্চায় থাকছে ‘লকআপ’ কঙ্গনা রানাওয়াত এই শোয়ের সঞ্চালক। প্রথম প্রমো থেকেই বোঝা গেছিল এই শো বিতর্কিত হতে চলেছে। ‘বিগবস’ এর মত জনপ্রিয় এবং বিতর্কিত শোকেও পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে ‘লকআপ’।

এই শোয়ের প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন পুনম পান্ডে, পায়েল রোহতগীর মত ব্যক্তিত্বরা যাদের জীবন আগাগোড়া বিতর্কে মোড়া। নিজেদের জীবনের গোপন কথা শেয়ার করা থেকে শুরু করে তারা এমন কিছু করছেন যাতে শোয়ের টিআরপি বাড়ছে এবং প্রায় নিত্যদিন কোন না কোন খবর বেড়িয়ে আসছে।

সম্প্রতি এই শোয়ে নিজের পোশাক খুলে ভাইরাল হলেন পুনম পান্ডে। এর আগেও একাধিকবার নিজের পোশাক খোলার জন্য চর্চায় এসেছেন পুনম। গত সপ্তাহে সবথেকে বেশি ভোট পাওয়ার পর পুনম জানিয়েছিলেন তিনি ভক্তদের সারপ্রাইজ দেবেন, চুপিচুপি সেই সারপ্রাইজ তিনি দিয়েছেন।

Image Source : Google

সম্পূর্ন নগ্ন অবশ্য তিনি হননি, পরনে ছিল অন্তর্বাস। কারোর আসার শব্দ শুনেই তৎক্ষণাৎ তিনি আবার নিজের টিশার্ট পড়ে নেন। পড়ে শো থেকে বেরিয়ে দর্শকদের এবং নিজের ভক্তদের জন্য নগ্ন হবেন তিনি এই কথা দিয়েছেন।

পুনমের কথা অনুযায়ী, ‘বেশি করতে পারব না। নিয়ম ভাঙার নিয়ম নেই। বিভিন্ন বয়সের মানুষ এই অনুষ্ঠান দেখেন। তাই এমন কিছু করব না, যাতে মানুষ অসন্তুষ্ট হন। কথা রাখব বলে এটা করলাম। একইসঙ্গে নিয়ম মেনে চলতে চাই। সীমা অতিক্রম করব না।’

The post ক্যামেরার সামনে পোশাক খুলবেন বলেছিলেন! কথা রাখলেন পুনম পান্ডে appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/19fq8hK

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages