CSK VS KKR: ২৫ বার মুখোমুখি হলেও ১৭ বার চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা! আজ কি পারবে জয় ছিনিয়ে আনতে? - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 26, 2022

CSK VS KKR: ২৫ বার মুখোমুখি হলেও ১৭ বার চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা! আজ কি পারবে জয় ছিনিয়ে আনতে?


দেশজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর আজ শুরু হতে চলেছে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট আইপিএল। সারা বিশ্বজুড়ে প্রচুর লিগ অনুষ্ঠিত হলেও আইপিএল এর ওপর চোখ থাকে সকলেরই। শুধু ভারত নয়, ভারতের বাইরেও কোটি কোটি মানুষ এই টুর্নামেন্টের ফ্যান। আজ পনেরোতম সিজনের প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে কলকাতা, ফলে তেতে রয়েছে দুই টিমের সমর্থকরা।

এর আগে চেন্নাইয়ের সাথে কলকাতা মুখোমুখি হয়েছে মোট ২৫ বার যার মধ্যে চেন্নাই জয়লাভ করেছে ১৭ বার এবং কলকাতা জয়লাভ করেছে ৮ বার। ফলে চেন্নাইয়ের সাথে জয় লাভ করা যে কলকাতার পক্ষে কিছুটা মুশকিল তা প্রায় পরিষ্কার। পাশাপাশি আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই স্টেডিয়ামও কলকাতার পক্ষে খুব একটা সুবিধার নয়। এর আগে ১১টার মধ্যে ১০টা ম্যাচ এই স্টেডিয়ামে হেরেছে কলকাতা, তবে, এবছর মেগা নিলামে বদলে গেছে সবদলই ফলে অতীতের পুনরাবৃত্তি যে হবেই এমন মনে করার কোন কারণ নেই।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশঃ
ডেভন কনওয়ে, ঋতুরাজ গাইকোয়াড়, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা(অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), ক্রিস জর্ডন, ডাওয়েন ব্র্যাভো, তুষার দেশপান্ডে, অ্যাডাম মিলনে।
(তালিকা পরিবর্তন হতে পারে)

কলকাতার সম্ভাব্য একাদশঃ
ভেঙ্কেটশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার(অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস(উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, চামিকা কারুণারাত্নে, সুনীল নারিন, শিবম মাভি, বরুন চক্রবর্তী, উমেশ যাদব।
(তালিকা পরিবর্তন হতে পারে)

বিগত দুটি সিজনে সেভাবে ফর্মে নেই গোটা টিম। গৌতম গম্ভীর দল ছাড়ার পর যোগ্য ক্যাপ্টেনের অভাব অনুভব করেছে কলকাতা। দীনেশ কার্তিক, মরগ্যান কেউই সেভাবে সাফল্য এনে দিতে পারেনি। ফর্মে ছিলেননা ক্যারাবিয়ান স্টার আন্দ্রে রাসেলও। তবে তার পরেও কলকাতা ভরসা রেখেছে রাসেলের ওপর। প্র্যাক্টিসে নেমে বেশ ছয় হাঁকিয়েছেন রাসেল। মাঠেই তিনি সকলকে জবাব দেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার দলকে কতটা এগিয়ে নিয়ে যান সেটাই দেখার।

The post CSK VS KKR: ২৫ বার মুখোমুখি হলেও ১৭ বার চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা! আজ কি পারবে জয় ছিনিয়ে আনতে? appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/mSFBve7

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages