আজ অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল এর পনেরোতম সিজনের প্রথম ম্যাচ চেন্নাই সুপারকিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। এই সিজনের আগে মেগা নিলামে রদবদল হয়ে গেছে সমস্ত টিমের। নতুন ভাবে সেজে উঠেছে কলকাতা এবং চেন্নাই দুটি টিমই। ফলে সমর্থকদের মধ্যে টগবগ করে ফুটছে রক্ত। আইপিএল মানেই দেশজুড়ে মানুষের মধ্যে বাঁধনছাড়া উল্লাস এবং উত্তেজনা।
চেন্নাইয়ের খবরঃ
প্রথম ম্যাচের ঠিক দুদিন আগে টিমের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই সিজনে চেন্নাইয়ের হাল ধরবে রবীন্দ্র জাদেজা। ২০০৮ সাল থেকে মোট ২০৪ টি ম্যাচে চেন্নাইয়ের দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের দলের জন্য এক ঐতিহাসিক যুগের অবসান ঘটলো। তবে ধোনিকে হলুদ জার্সিতে দেখা যাবে এতেই খুশি সমর্থকরা।
কলকাতার খবরঃ
বিগত দুটি সিজনে সেভাবে ফর্মে নেই গোটা টিম। গৌতম গম্ভীর দল ছাড়ার পর যোগ্য ক্যাপ্টেনের অভাব অনুভব করেছে কলকাতা। দীনেশ কার্তিক, মরগ্যান কেউই সেভাবে সাফল্য এনে দিতে পারেনি। ফর্মে ছিলেননা ক্যারাবিয়ান স্টার আন্দ্রে রাসেলও। তবে তার পরেও কলকাতা ভরসা রেখেছে রাসেলের ওপর। প্র্যাক্টিসে নেমে বেশ ছয় হাঁকিয়েছেন রাসেল। মাঠেই তিনি সকলকে জবাব দেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার দলকে কতটা এগিয়ে নিয়ে যান সেটাই দেখার।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশঃ
ডেভন কনওয়ে, ঋতুরাজ গাইকোয়াড়, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা(অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), ক্রিস জর্ডন, ডাওয়েন ব্র্যাভো, তুষার দেশপান্ডে, অ্যাডাম মিলনে।
(তালিকা পরিবর্তন হতে পারে)
কলকাতার সম্ভাব্য একাদশঃ
ভেঙ্কেটশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার(অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস(উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, চামিকা কারুণারাত্নে, সুনীল নারিন, শিবম মাভি, বরুন চক্রবর্তী, উমেশ যাদব।
(তালিকা পরিবর্তন হতে পারে)
চেন্নাইয়ের সাথে কলকাতা মুখোমুখি হয়েছে মোট ২৫ বার যার মধ্যে চেন্নাই জয়লাভ করেছে ১৭ বার এবং কলকাতা জয়লাভ করেছে ৮ বার। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিজনের প্রথম ম্যাচে কি জয় ছিনিয়ে আনতে পারবে কলকাতা?
The post IPL2022: KKR vs CSK ধুন্ধুমার ম্যাচে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কি হতে চলেছে? appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/egyYzJV
No comments:
Post a Comment