
রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য সুখবর। আগামী ৩০শে মার্চ অর্থাৎ অর্থবর্ষ শেষ হওয়ার ঠিক আগের দিন সমস্ত সরকারি দফতর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে এই ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য। এর আগে এই ছুটি দেওয়া হয়েছিল ১০ই এপ্রিল তবে এবারে তা বদলে হয়েছে ৩০শে এপ্রিল।
ছুটির দিন বদলে যাওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এর আগে ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস পালিত হয়। সেই অনুযায়ী ১০ এপ্রিল নয়, ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হল।’ ২০২০ সাল থেকেই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ছুটির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মতুয়া গোষ্ঠীকে নিয়ে বরাবরই তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি দেখা গেছে। গেরুয়া শিবির এবং সবুজ শিবির উভয়ই মতুয়াদের নিজেদের দলে টানতে বদ্ধপরিকর, তবে মতুয়ারা এখনও অবধি বিজেপির দিকেই হেলে রয়েছে। একুশের বিধানসভা ভোটেও পদ্ম শিবিরের মুখ রেখেছে মতুয়ারা। যেখানে রাজ্য জুড়ে বিজেপি ভালো ফল করতে পারেনি সেখানে মতুয়া অধ্যুষিত এলাকায় ভালো ফল করেছিল বিজেপি।
তা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও মত্যুয়াদের মন পেতে নানারকম কাজ করে চলেছেন। এই ছুটি ঘোষণা সেই লক্ষ্যেই দেওয়া বলে মনে করেন অনেকে। নরেন্দ্র মোদি নিজে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভিটেয় মতুয়া মন্দিরে পুজো দিয়েছিলেন।
তবে পিছিয়ে নেই মুখ্যমন্ত্রী। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি থেকে পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে হরিচাঁদের জীবনী পড়ানোর মতো দাবিগুলি অনেকটাই পূরণ করেছে রাজ্য সরকার। আগামী দিনে মতুয়া ভোট তৃণমূল সুপ্রিমো নিজের ঝুলিতে পুড়তে পারেন কি না সেটাই দেখার।
The post রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ৩০ শে মার্চ ছুটি ঘোষণা করা হল appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/FWAtsUT
No comments:
Post a Comment