স্বামী ভিকির সাথে ফের নিভৃতে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা! ভাইরাল হল দৃশ্য - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 31, 2022

স্বামী ভিকির সাথে ফের নিভৃতে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা! ভাইরাল হল দৃশ্য


২০২১ সালের ৯ই ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ে নিয়ে গোটা দেশজুড়ে চর্চা হয়েছিল এবং নিন্দুকদের সমালোচনায় কান না দিয়ে আপাতত সুখেই ঘরকন্না করছেন ‘ভিক্যাট’ জুটি। তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখলেই সুখী গৃহকোণের নানা ছবি দেখতে পাওয়া যায়।

এর আগে জীবনে একাধিক অসফল সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। সলমন খান, রণবীর কাপুরের সাথে ক্যাটরিনার সম্পর্ক ছিল বলিউডের হট টপিক তবে রণবীরের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর হতাশায় ভুগছিলেন অভিনেত্রী, সেইসময় তার হাতে সেরকম কাজও ছিলনা, কিন্তু ২০২০ সালে লকডাউনের সময় থেকেই ভিকির সাথে তার বন্ধুত্ব বাড়তে শুরু করে এবং একে অপরের প্রেমে পড়ে যান তারা।

হঠাত করেই নিজেদের সম্পর্কের কথা সামনে এনেছিলেন এই সেলেব কাপল। তারপরে সোজা বিয়ের পিঁড়ি। আর তারপর থেকে মাঝেমধ্যেই একসাথে দেখা গেছে তাদের। বিয়ের পর স্বল্প হানিমুন সেরে কাজে ফিরেছিলেন ক্যাটরিনা তবে নতুন বভহর, ক্রিসমাস কাটিয়েছেন স্বামী ভিকির সঙ্গেই। কিছুদিন আগে হোলিতেও স্বামীর সঙ্গে ছবি আপলোড করেছিলেন ক্যাটরিনা।

সম্প্রতি আবার নিভৃতে ছুটি কাটাচ্ছেন তারা। নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে বেশকিছু ছবি আপলোড করেছেন ক্যাটরিনা যেখানে একটি ইয়টে তার সাথে দেখা গেছে ভিকিকে। নিমেষেই এই ছবি কয়েক লক্ষ মানুষ লাইক করে ফেলেছেন। ৬২ মিলিয়নেরও বেশি মানূষ প্রতিনিয়ত ফলো করে অভিনেত্রী ক্যাটরিনাকে। এর থেকেই বোঝা যায় আসলে কতটা জনপ্রিয় তিনি।

নিজের কেরিয়ারেও এখন ভীষণভাবে ব্যস্ত ক্যাটরিনা। ‘এক থা টাইগার’ সিরিজের তিন নম্বর ছবির শ্যুটিং করছেন তিনি। পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে যারা’ ছবিতেও দেখা যাবে তাকে। এরপর বিজয় সেতুপতির সাথে ‘মেরি ক্রিসামাস’ ছবিতে কাজ করবেন তিনি।

The post স্বামী ভিকির সাথে ফের নিভৃতে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা! ভাইরাল হল দৃশ্য appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/EyaDBgA

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages