হায়দ্রাবাদে বিলাসবহুল বাড়িতে স্ত্রীর সাথে থাকেন RRR অভিনেতা রামচরণ! বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 31, 2022

হায়দ্রাবাদে বিলাসবহুল বাড়িতে স্ত্রীর সাথে থাকেন RRR অভিনেতা রামচরণ! বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে


সম্প্রতি গোটা দেশজুড়ে হলে মুক্তি পেয়েছে পরিচালক রাজামৌলির পরিচালিত ছবি RRR, এই ছবি নিয়ে বহুদিন থেকেই দর্শকদের মধ্যে কাজ করছিল উন্মাদনা। এখন বক্স অফিসেও ভালো ফল করছে এই ছবি এবং ভেঙে দিচ্ছে আগের সমস্ত রেকর্ড। তবে গোটা ছবির মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে অভিনেতা রামচরণ কে নিয়ে। তার অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে।

তবে পছন্দের স্টারদের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের জানার আগ্রহ থাকে প্রবল। RRR মুক্তির পর থেকেই রামচরণের ওপর মন হারিয়েছেন দেশের অনেক রমণী কিন্তু তারা জানলে দুঃখ পাবেন যে ২০১২ সালের ১৪ই জুন ব্যবসায়ী উপাসনা কামিনেনি কে বিয়ে করেছেন রামচরণ। অনেকেই হয়তো জানেননা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে হলেন রামচরণ। স্বাভাবিক ভাবেই বাবার নাম উজ্জ্বল করেছেন তিনি নিজের অভিনয় কেরিয়ারের মধ্যে দিয়ে।

কলেজে পড়ার সময় থেকেই উপাসনা কামিনেনির সাথে রামের বন্ধুত্ব। রামচরণ দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে এবং উপাসনার পরিবার মেডিক্যালের সাথে জড়িত। অন্যদিকে রাম চরণ বরাবরই কম কথা বলত এবং লাজুক প্রকৃতির কিন্তু উপাসনা ভীষণ ভাবে কথা বলতে ভালোবাসে। দীর্ঘদিন একে অপরের বন্ধু থাকার পরেও রামচরণ এবং উপাসনা একে অপরকে মনের কথা বলেন নি। একবার শ্যুটিংয়ের জন্য যখন রামচরণ দেশের বাইরে গেছিলেন তখন উপাসনা এবং রামচরণ দুজনেই একে অপরের প্রতি কিছু অনুভব করতে শুরু করেন। ‘মগধীরা’ ছবির পর তারা একে অপরকে ডেট করতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই তা পরিবারের গোচরে আসে এবং দুই পরিবার থেকেই এই বিয়েতে রাজি হয়ে যায়।

এরপর ১১ ডিসেম্বর ২০১১ সালে হায়দ্রাবাদে এঙ্গেজমেন্ট সারেন রামচরণ, ২০১২ সালের ১৪ই জুন তারা সাত পাকে বাঁধা পড়েন। সেই থেকে রামচরণ এবং উপাসনা একই সাথে নিজেদের জীবন অতিবাহিত করে চলেছেন। ৩৭ বছর বয়সী এই অভিনেতা খুব কম সময়ের মধ্যেই মানুষের ভালোবাসা আদায় করে নিতে পেরেছেন এখন গোটা দেশের দর্শক তাকে এক নামেই চেনে। এই ছিল লাজুক রামচরণের জীবনে প্রেমে পড়ার গল্প। রামচরণ আসলেই এত লাজুক যে RRR এর সেটে আলিয়া ভাটের সাথেও দরকার ছাড়া কথা বলতেন না, তিনি লজ্জা পেতেন।

হায়দ্রাবাদে রামচরণের বাড়ি

বর্তমানে হায়দ্রাবাদের ‘জুবিলি হিলস’এ সপরিবারে থাকেন রামচরণ। এই বাড়িটি তিনি কিনেছিলেন ৩০ কোটি টাকার বিনিময়ে। বিবাহিত জীবনের ১০ বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনও কোন সন্তান নেই রামচরণ এবং উপাসনার। এই বিষয়ে একবার উপাসনা বলেছিলেন, ‘সন্তান আমার এবং রামচরণের খুবই ব্যক্তিগত বিষয়।’ এর থেকেই পরিষ্কার নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তারা। তবে আগামী দিনে অবশ্যই ভক্তদের কোন সুখবর দেবেন এই সেলেব জুটি।

The post হায়দ্রাবাদে বিলাসবহুল বাড়িতে স্ত্রীর সাথে থাকেন RRR অভিনেতা রামচরণ! বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/1b0kQyw

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages