পাকিস্তানে ক্রমশই ডামাডোল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। ফের একবার ভারতের প্রতিবেশী দেশে কায়েম হতে চলেছে সেনাশাসন। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইতিমধ্যেই পদত্যাগ করার কথা জানিয়ে দিয়েছে সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া। তার কথাই যে শেষ কথা এ নিয়ে আর কোন দ্বিমত নেই। কিন্তু এবার বেঁকে বসেছেন ইমরান খান। তিনি কিছুতেই কুর্সি ছাড়তে রাজি নন।
এর মধ্যেই ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের একজন নেতা দাবি করেছেন পরিকল্পনা করে হত্যার চেষ্টা করা হচ্ছে ইমরান খানকে। তার এই দাবির পর থেকেই গোটা দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। দেশের মানুষও চিন্তিত গোটা ঘটনা নিয়ে। যেহেতু ইমরান খান পদত্যাগের জন্য রাজি নন এবং তিনি জরুরি অবস্থা ঘোষনা করতে পারেন বলে খবর সেহেতু তাকে হত্যা করার পরিকল্পনা খুব একটা ভুয়ো খবর নাও হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু শেষমেশ তা বাতিল হয়ে যায়। এরপর থেকেই আরো জল্পনা বাড়তে শুরু করে। ইতিমধ্যেই ইমরান খানের দল সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের একাধিক শরিক দল হাত তুলে নিয়েছে ফলে আপাতত বিপদের দিনে ইমরান খানের পাশে কেউই নেই।
দিন দিন পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে ফলে বিরোধীরা বহুদিন ধরেই ইমরান খানের পদত্যাগ দাবি করেছে কিন্তু তখন সেনা এর মধ্যে ঢোকেনি তারা আস্থা রেখেছিল ইমরান খানের ওপরেই কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অতিরিক্ত রাশিয়া প্রীতি দেখাতে গিয়ে পশ্চিমের দেশগুলির চক্ষুশূল হয়েছেন ইমরান খান।
এরপর থেকেই পাকসেনা সিদ্ধান্ত নিয়েছে আর ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদে রাখা চলবেনা। আগামী দিনে বিপরীত দলের কেউ প্রধানমন্ত্রী হবেন কি না সেবিষয়ে এখনও অবশ্য কিছু জানা যায়নি কিন্তু ইমরান খান পদ না ছাড়লে পাকসেনা যে অন্য পথ ধরবে তা বিলক্ষণ জানেন ইমরান খান ও। এবার তিনি কি করবেন সেটাই দেখার।
The post প্ল্যান করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে ইমরান খান কে! শোরগোল পাকিস্তান জুড়ে appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/S14YCRc
No comments:
Post a Comment