গোটা দেশ টুজি, থ্রিজি’র জামানা পেড়িয়ে এখন বিচরণ করছে ফোরজি তে। আগামী দিনে ফাইভ জি আসার কথাও চলছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই প্রস্তর যুগে পড়ে রয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। এখনও ফোর জি পরিষেবাই শুরু করতে পারেনি সংস্থা। ফলে স্বাভাবিক ভাবেই গ্রাহক সংখ্যাও বেশ কম এবং এই কারণেই ক্রমশ ধুঁকছে BSNL।
অবস্থার উন্নতির জন্য MTNLএর সাথে হাত মিলিয়েছিল BSNL কিন্তু সেভাবে লাভ কিছু হয়নি কারণ, গ্রাহকদের দাবি পূরণ করতে অক্ষম এই সংস্থা। তবে এবার খুব তাড়াতাড়ি ফোর জি পরিষেবা আনতে চলেছে BSNL। রাজ্যসভায় টেলিকম মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান জানান, খুব তাড়াতাড়ি দেশে ফোর জি পরিষেবা দেবে BSNL।
২০২০ সালে ফোর জি পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়েছিল BSNL কিন্তু করোনার কারণে টেন্ডার বাতিল হয়ে যায়। তবে এই বছরে ফোর জি পরিষেবা চালু করতে বদ্ধপরিকর সংস্থা। এই বিষয়ে দেবু সিং বলেছেন, ‘সমস্যা অনেকখানি কাটিয়ে উঠেছে সংস্থা। আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকেই ফোর জি পরিষেবা চালু করতে পারবে বিএসএনএল।’
BSNL এর ঘুরে দাঁড়ানোর আরো বড় কারণ হল টাটা গোষ্ঠীর এই সংস্থার সাথে যুক্ত হওয়া। টাটা কন্সাল্টেন্সি সার্ভিসের সাথে হাত মিলিয়ে প্রায় এক লক্ষের মত টাওয়ার গোটা দেশজুড়ে বসানোর পরিকল্পনা নিয়েছে BSNL। এক লক্ষের কাছগাকাছি টাওয়ার বসানো হলে পরিষেবা ভালো হতে বাধ্য, সেই সাথে সিগন্যালের সমস্যাও দূর হবে। বিহারেই ৪ হাজার টাওয়ার বসবে বলে জানিয়েছে সংস্থা। টাটা গোষ্ঠী যুক্ত হওয়ার ফলে BSNL কে নিয়ে আশাবাদী দেশের মানুষ।
এয়ারটেল, জিও র মত সংস্থা দিন দিন তাদের প্যাকের দাম বাড়িয়েই চলেছে যার ফলে অতিষ্ঠ হয়েছে সাধারণ মানুষ। কিন্তু BSNL সরকারি সংস্থা হওয়ায় তার প্যাকের দাম অনেকটাই কম। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারনে মানুষ তা ব্যবহার করতে পারেনা তবে আগামী দিনে ভালো পরিষেবা দিলে মানুষ BSNL এর দিকে বেশি করে ঝুকবে বলে আশাবাদী সংস্থা।
The post এই বছরের মধ্যেই ফোর জি পরিষেবা আনতে চলেছে BSNL appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/tRjepfI
No comments:
Post a Comment