
মাদক এবং বেআইনি অস্ত্র ব্যবসায় ক্রমশ স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলা। কোটি কোটি টাকার মাদকের চোরাচালান হচ্ছে রাজ্য থেকে, এবার পুলিশের জালে মুর্শিদাবাদের দুই ব্যক্তিকে ধরা হল। তাদের কাছ থেকে উদ্ধার হল দেড় কোটি টাকার মাদক।
শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে ফিরছিল দুই ব্যক্তি তাদের নাম লুটন শেখ ও গোলাম মোস্তফা। এর আগে লুটন শেখ ও গোলাম মোস্তফা মাদকের চোরাচালান করত এবং দুজনেই গ্রেফতার হয়েছিল পুলিশের কাছে। লুটন শেখ গ্রেফতার হয়েছিল উত্তরপ্রদেশ থেকে আর গোলাম নাগাল্যান্ড থেকে।
পুলিশ গোপন সূত্র মারফত বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়কে সাগরদিঘির অনুপপুর এলাকা থেকে হেরোইন-সহ দুই যুবককে ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় তাদের। তাদের থেকে উদ্ধার হয়েছে কেজি তিনেক মাদক যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। এর আগে বর্ধমান জেলায় এক ব্যাক্তি নিজেই মাদক বানিয়ে বিক্রি করত।
বগটুই কাণ্ডের পর থেকে রাজ্যে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধারের আদেশ দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা অনেক বেড়েছে রাজ্যে ফলে ঘটছে বিভিন্ন অসামাজিক কাজ। পুলিশকে এই বিষয়ে সক্রিয় হতে নির্দেশ দেন তিনি।
এরপরেই মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ লালগোলার কালিয়াগাছি এলাকায় আবু সঈদ নামের ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮টি ৭.৬৫ এম.এম পিস্তল। চলতি মাসে এপর্যন্ত এটিই সবচেয়ে বড় আগ্নেয়াস্ত্র উদ্ধার বলে খবর।
The post মুর্শিদাবাদ থেকে দেড় কোটি টাকার মাদক সহ গ্রেফতার দুই appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/X9Y8nzM
No comments:
Post a Comment