আজকের ধর্মঘটে যারা বাস ভেঙেছে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 28, 2022

আজকের ধর্মঘটে যারা বাস ভেঙেছে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর


কেন্দ্রীয় সংস্থার বেসরকারিকরণ এবং আরো কিছু দাবি নিয়ে আজ এবং আগামীকাল দুদিন দেশজুড়ে ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বামেদের ধর্মঘট কালচার বিশবাও জলে। তবে বনধ কে সফল করার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল বাম সমর্থক থেকে শুরু করে কিছু জায়গায় কংগ্রেস ও।

তবে আজ সকালে বামেদের বনধ মোটেই সফল হয়নি। সকাল থেকেই সব কিছু স্বাভাবিক ছিল। পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত, আগামীকাল ও পুলিশ তৎপর থাকবে বলে জানা গেছে। এখনও অবধি মোট ১৮ জন কে গ্রেফতার করেছে পুলিশ। আজকের ধর্মঘট আসলে মানুষই বাতিল করেছে।

এয়ারপোর্ট থেকে শুরু করে রেল সবকিছুই ছিল স্বাভাবিক। স্কুল, কলেজ, অফিস আদালত সবকিছুই খোলা ছিল। কিছু জায়গায় ধর্মঘটের সমর্থকেরা অশান্তি বাধানোর চেষ্টা করেছে সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে সরকারি বাসের ক্ষতি করা হয়েছে এবং সাধারণ মানুষের গাড়ির চাকার হাওয়া অবধি খুলে দেওয়া হয়েছে।

আজ যারা বাস ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের জন্য তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। আগামী দিনে কঠোরতম শাস্তি দেওয়া হবে তাদের। মমতা বন্দোপাধ্যায় এই বিষয়ে বলেছেন, “বন্‌ধের ইস্যুকে আমরা সমর্থন করি। কিন্তু বন্‌ধ চাই না। বন্‌ধের নামে গুণ্ডামি করা হয়েছে। কেন বাস ভেঙেছে সিপিএম?”

এরপরেই মুখ্যমন্ত্রী যোগ করেছেন,“লক্ষ লক্ষ টাকার আধুনিক বাস চলছে মানুষের জন্য। সেইসব সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। যারা করেছে, ক্ষতিপূরণ তাদেরই দিতে হবে।”

The post আজকের ধর্মঘটে যারা বাস ভেঙেছে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/a68u5AP

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages