
এবার বিপত্তি সাধারণ মানুষদের। টানা চারদিন ব্যাঙ্ক বনধের ফলে স্বাভাবিক ভাবেই সমস্যায় দেশের সাধারণ মানুষের একাংশ। গত ২৬ তারিখ ছিল চতুর্থ শনিবার, এরপরের দিন ছিল রবিবার এবার ২৮ ও ২৯ অর্থাৎ সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে ভোগান্তি বাড়োবে সাধারণ মানুষের এর প্রভাব পড়বে এটিএম গুলিতেও।
ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধে গিয়ে ধর্মঘটে সামিল হয়েছে ব্যাঙ্ক কর্মীরা ফলে চরম অসুবিধার শিকার হবে মানুষ। রেল এবং বিদ্যুতের মত এই ধর্মঘটের প্রভাব পড়বে ব্যাঙ্ক গুলিতে। তেল, থেকে শুরু করে ইস্পাত, টেলিকম, পোস্ট অফিসের মত সেক্টর গুলিতেও কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
এই ধর্মঘটের বিষয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)-এর দাবির কথা উল্লেখ করে State Bank of India-র তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের বেসরকারিকরণের বিরোধিতা ও Bank Law Amendment Bill-2021-এর বিরোধিতা করেই এই ধর্মঘটে সামিল হয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
ফলে আপাতত দুদিন আরো ভোগান্তির শিকার হতে চলেছে সাধারণ মানুষ, আগামী বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। যেহেতু ব্যাঙ্ক ইউনিয়ন এই ধর্মঘটকে সমর্থন করছে সেহেতু দেশজুড়ে এই সমস্যা অন্য মাত্রা নেবে বলে আশঙ্কা অনেকের। এটিএম যদি কাজ না করে তাহলে বিপাকে পড়বেন অনেকেই।
The post ব্যাংক ধর্মঘট! চারদিন বন্ধ ব্যাংক, ভোগান্তির শিকার সাধারণ মানুষ appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/XwiS2G6
No comments:
Post a Comment