
বলিউড অভিনেত্রী সানি লিওনের জীবনের আগাগোড়াই বিতর্কে ভরা। ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানির আসল নাম করণজিত কৌর। নিজের প্রথম জীবনে নীল ছবিতে অভিনয় করতেন সানি। না বুঝেই পয়সার লোভে চলে এসেছিলেন এই ইন্ডাস্ট্রিতে এবং পরে সেখান থেকে বেরোতে অনেকটা সময় লেগে গেছিল।
তবে ভারতে অভিনেত্রী হওয়ার আশায় এসেছিলেন সানি লিওন। প্রথমে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগবস’ এ অংশগ্রহণ করেন তিনি এবং তারপরে একের পর এক বলিউড ছবিতে কাজ করেছেন। আইটেম নাম্বারেও দেখা গেছে তাকে। সবমিলিয়ে বর্তমানে ভালোই এগিয়ে চলেছে সানি লিওনের কেরিয়ার। স্বামী ড্যানিয়েল এবং তিন সন্তানকে নিয়ে ভরা সংসার তার।
ইন্সটাগ্রামে ৫১ মিলিয়নেরও বেশি মানুষ সানি লিওনকে ফলো করেন। এর থেকেই পরিষ্কার নেটিজেনদের কাছে তিনি ঠিক কতটা জনপ্রিয় আর ভক্তদের একদমই নিরাশ করতে পছন্দ করেননা সানি তাই তিনি মাঝেমধ্যেই আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি এবং ভিডিও যেগুলি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনা।
কিছুদিন আগে গেছে রংয়ের উৎসব হোলি। ভারতীয় সংস্কৃতির এই পরম্পরাকে পুরোদস্তুর উপভোগ করেছেন সানি লিওন। সারা শরীরে আবির মেখে আপলোড করেছেন সেলফি।
তবে বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সানি। নিজের ইন্সটা হ্যান্ডেলে আপলোড করে চলেছেন একের পর এক ছবি এবং ভিডিও যেগুলি ঝড়ের গতিতে ভাইরাল তার ফ্যানদের মধ্যে। আপনিও দেখুন সেই ছবি।
The post সকলকে অবাক করে আবার নিজের পুরনো ফর্মে সানি লিওন! আপলোড করলেন ভিডিও appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/nzLFDgM
No comments:
Post a Comment