বিবেক অগ্নিহোত্রি পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক কিছুতেই যেন থামছেনা। এই ছবির ট্রেলার রিলিজের পর থেকেই মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছিল তবে তা যে এই পর্যায়ে চলে যাবে তা নির্মাতারাও বুঝে উঠতে পারেননি। এই ছবি হলে ভিড় করে দেখছে মানুষ। রাজনৈতিক রং যে এই ছবিতে লেগেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
ইতিমধ্যেই বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই ছবি কে করমুক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু দেশের রাজধানী দিল্লিতে এই ছবিকে করমুক্ত করা হয়নি। এই জন্যই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সওয়াল করেছেন সে দেশের বিজেপি নেতারা। আর এর উত্তরে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আমাকে বলছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করতে, আপনারা বিবেক অইগ্নিহোত্রিকে বলুন ছবিটিকে ইউটিউবে আপলোড করে দিতে।
১৫ কোটি টাকা দিয়ে নির্মিত এই ছবি ইতিমধ্যেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। হলজুড়ে এখন অনুপম খের, মিঠুন চক্রবর্তীরা দাপট দেখাচ্ছেন। প্যান্ডামিক সিচুয়েশানের পর এই প্রথম কোন ছবি বক্স অফিসে এত বড় সাফল্য পেল। এখনও মানুষের মধ্যে এই ছবিকে নিয়ে উন্মাদনার কোন কমতি নেই।
নব্বইয়ের দশকে কাশ্মীরে হিন্দু পন্ডিতদের ওপর হওয়া অত্যাচারের বিবরণ রয়েছে এই ছবি জুড়ে। দুইবছর ধরে ৭০০ কাশ্মীরি পন্ডিতদের সাক্ষাৎকার নিয়ে তার ভিত্তিতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়েছেন পরিচালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছবির প্রশংসা করেছেন এবং পরিচালকের সাথে দেখা করেছেন নিজে। তিনি দেশের মানুষকে এই ছবি দেখার কথা জানিয়েছেন।
তবে এরমধ্যে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন পরিচালক। কেন্দ্রের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস সিকিউরিটি। তবে নিউজিল্যান্ডে এই ছবি কে রিলিজ করতে দেওয়া হয়নি কারণ সেখানকার মুসলিম ধর্মের মানুষরা বিক্ষোভ দেখিয়েছে এবং অশান্তি এড়িয়ে যেতে নিউজিল্যান্ড সরকার এই সিধান্ত নিয়েছে। তবে ভারতে ‘দ্য কাশ্মীর ফাইলস’এর ব্যবসা দেখেই সন্তুষ্ট নির্মাতারা।
The post The Kashmir files ছবিটিকে ইউটিউবে আপলোড করার নিদান দিলেন অরবিন্দ কেজরিওয়াল appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/PkcuL1G
No comments:
Post a Comment