মৃত্যুর কয়েক ঘন্টা আগেও করেছিলেন শ্যুটিং! রইলো অভিনেতার শেষ কাজের কিছু অংশ - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 26, 2022

মৃত্যুর কয়েক ঘন্টা আগেও করেছিলেন শ্যুটিং! রইলো অভিনেতার শেষ কাজের কিছু অংশ


মানুষ চলে যায় থেকে যায় তার কাজ। এই কথাটি অভিনেতা অভিষেক চ্যাটার্জির জন্য প্রযোজ্য। গত বুধবার রাত ১টা বেজে ৪০ মিনিটে মাত্র ৫৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন অভিষেক বাবু। তার মৃত্যুতে শোকাহত রাজ্যের মানুষ। ডাকসাইটে হিরো অভিষেক চ্যাটার্জি তার জীবনে বহু ওঠানামা দেখেছেন। একসময় হাতে ছিলনা কোন কাজ, ফিরে এসেছিলেন মেগা সিরিয়ালের মধ্যে দিয়ে।

বুধবার দিনই জীবনের শেষ শ্যুটিং করেছিলেন অভিষেক চ্যাটার্জি। স্টার জলসার আসন্ন রিয়্যালিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে শেষবারের মত দেখতে পাওয়া যাবে অভিনেতা এবং তার স্ত্রীকে। এই শোটি হোস্ট করছেন সুপারস্টার জিৎ। টলিপাড়ার বহু জনপ্রিয় সেলেবকে তাদের লাইফ পার্টনারের সাথে দেখা যাবে এই শোয়ে। বাদাম কাকু থেকে শুরু করে গায়ক রূপঙ্কর বাগচী ও এসেছেন এই শোয়ে।

বিগত কিছুদিন ধরেই পায়ের শিরার ব্যথায় কষ্ট পাচ্ছিলেন অভিষেক চ্যাটার্জি। ‘ইসমার্ট জোড়ি’র সেটেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শেষে ডাক্তার ডাকা হয়েছিল সেটেই। তবে শরীর খারাপ নিয়েও শ্যুটিং শেষ করেছেন অভিনেতা। তখন অবশ্য কেউ বুঝতে পারেনি রাতের বেলা ঘটে যাবে এতবড় অঘটন।

একসময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। অসঙ্খ্য ছবিতে তিনি হিরো ছিলেন। তবে ধীরে ধীরে ঘটতে থাকে ছন্দপতন। হিরো থেকে কাজ পেতে শুরু করেন পার্শ্বচরিত্রে এবং এরপরে কার্যত উধাও হয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। যখন ফিরে এলেন তখন এলেন ছোট পর্দায়। কিন্তু এমনটা হল কেন? ঠিক কী কারণে হারিয়ে গেলেন নায়ক অভিষেক? সকলের প্রিয় মিঠুদা ?

অভিনেতা শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে একটি শোয়ে তিনি জানিয়েছিলেন ‘দাদা’ ও ‘দিদি’ মিলে তার সই করা ১০-১২ টি ছবি থেকে তাকে বাদ দিয়েছে এবং কথা চলছিল এমন আরো প্রায় ১০ টি মোট ২২-২৩ টি ছবি থেকে রাজনীতি করে বাদ দিয়েছিল তাকে। অভিনেতার অভিযোগের তীর যে ছিল প্রসেনজিত এবং ঋতুপর্ণার দিকে তা আর কারোর বুঝতে বাকি ছিলনা কিন্তু এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেননি প্রসেনজিত এবং ঋতুপর্ণা কেউই।

The post মৃত্যুর কয়েক ঘন্টা আগেও করেছিলেন শ্যুটিং! রইলো অভিনেতার শেষ কাজের কিছু অংশ appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/XboMyTl

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages