করোনার জেরে দীর্ঘদিন ব্যহত হয়েছিল মেট্রো পরিষেবা। করোনার তৃতীয় ঢেউয়ের সময়েও মেট্রো পরিষেবায় রাশ টেনেছিল কর্তৃপক্ষ। তবে আগামী ২৮শে মার্চ থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা এবং সময় সীমা। এমনটাই জানিয়েছে মেত্রো কর্তৃপক্ষ। করোনা এখন নিয়ন্ত্রণে ফলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে গোটা দেশ। আর ফলে স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা।
কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে মেট্রো চলছে ২৭৬টি। ২৮ মার্চ, সোমবার থেকে সেটা বেড়ে ২৮২টি করা হচ্ছে। অর্থাৎ ৬টি মেট্রো বাড়ছে। আর রবিবার বর্তমানে ১২৮টি মেট্রো চলাচল করত। সেই সংখ্যা বেড়ে হবে ১৩০টি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বাড়ছে যাত্রী সংখ্যাও। ফলে মেট্রোর ওপর বাড়ছে নির্ভরতা। এর ফলে যাত্রিদের সামাল দিতেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
শুধু মেট্রোর সংখ্যা নয়, বাড়ছে সময়সীমাও। দুই প্রান্তিক স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায় এবং দিনের শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ মিনিটে। বর্তমানে কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ে ৯ টা ২৮ মিনিটে।
এরমধ্যেই সেজে উঠেছে শিয়ালদহের মেট্রো স্টেশন। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে পরিষেবা। সমস্ত ছাড়পত্র পাওয়া হয়ে গেছে আগামী পয়লা বৈশাখ থেকেই পরিষেবা শুরু করে দিতে চায় কর্তৃপক্ষ, এতে করে সুবিধা হবে সাধারণ মানুষের। নতুন এই রুট চালু হলে চাপ কমবে অন্যান্য পরিবহনের ওপরেও।
শিয়ালদহ স্টেশনে যাত্রীর চাপ অনেক বেশি ফলে স্বাভাবিক ভাবেই শিয়ালদহের মেট্রোতে থাকবে কিছু বিশেষ সুবিধা যেমন ট্রেনের দুদিক থেকে ওঠানামা করতে পারবে যাত্রীরা। প্ল্যাটফর্মে থাকবে স্বয়ংক্রিয় ব্যবস্থা, সাথে সবকিছুই ঝাঁ চকচকে। নতুন এই পরিষেবা ব্যবহারের জন্যেও মুখিয়ে আছে মানুষ।
The post বড় খবর মেট্রো যাত্রীদের জন্য! জানুন বিস্তারিত appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/M4PAUeB
No comments:
Post a Comment