
দেশজুড়ে আবার বাড়লো জ্বালানির দাম। ৫ দিনে এই নিয়ে মোট ৪ বার দাম বাড়লো জ্বালানির যার ফলে স্বাভাবিক ভাবেই নাভিশ্বাস উঠতে শুরু করেছে সাধারণ মানুষের। কবে কমবে জ্বালানির দাম? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে, তবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনই যে কার্যত নিরব দর্শক তা আর নতুন করে বলার কিছু নেই।
গত ২ রা নভেম্বর শেষ দাম বেড়েছিল জ্বালানির। তারপর কেন্দ্র আর দাম বাড়ায়নি ফলে স্বাভাবিক স্বস্তি মিলেছিল মানুষের। ভোট বড় বালাই। উত্তরপ্রদেশের ভোটকে মাথায় রেখেই এই সিধান্ত নিয়েছিল বিজেপি সরকার কিন্তু ভোট মিটতেই আবার যে কে সেই। বাড়তে শুরু করে জ্বালানির দাম। ফের দাম বেড়েছে লিটার প্রতি ৫০ পয়সা এবং ৫৮ পয়সা করে।
আজ রবিবার দিল্লিতে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে ৯৯.১১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৯০.৪২ টাকা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। বাণিজ্যনগরীতে ১১৩.৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৮.১৩ টাকা।
জ্বালানি ইস্যুতে রাজ্য কেন্দ্রের সমালোচনা করলেও রাজ্য সরকারও দাম কমানোর জন্য কোন ব্যবস্থা নিচ্ছেনা। লোকসভায় বিরোধীরা জ্বালানির দাম বাড়ার কারণে ওয়াক আউট করছে বটে তবে যখন রাজ্য সরকারের নিজের বেলা আসছে তখন তারা সমস্ত দায় কেন্দ্রের ওপর চাপিয়েই ক্ষান্ত থাকছে। শুধু পেট্রোল, ডিজেল নয়, দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরঅ। এক ধাক্কায় দাম বেড়েছে ৫০ টাকা।
Price of petrol & diesel in Delhi at Rs 99.11 per litre & Rs 90.42 per litre respectively today (increased by 50 & 55 paise respectively)
In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 113.88 & Rs 98.13 (increased by 53 paise & 58 paise respectively)
(File pic) pic.twitter.com/7Eg5Optru1
— ANI (@ANI) March 27, 2022
The post পাঁচ দিনে চারবার! আজ ফের বাড়লো জ্বালানির দাম appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/WJU3VcN
No comments:
Post a Comment