হবো হবো করেও হচ্ছেনা বৃষ্টি। বিগত তিনদিন ধরে কলকাতার আকাশ মেঘলা, এর আগে একদিন বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া দফতর তারপরেও হয়নি বৃষ্টি। বৃষ্টির আশায় চাতক পাখির মত বসে রয়েছে বঙ্গবাসী। কিন্তু মেঘলা হলেও আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
আজ রবিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করবে ৩৫ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির মধ্যে। জলীয় বাস্পের পরিমাণ ৮৭ শতাংশ। সব মিলিয়ে শহরবাসীর অস্বস্তি যে বাড়বে তা আর নতুন করে বলার কিছু নেই। গরমে কার্যত হাঁসফাঁস করছে সকলে। কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর।
আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। স্বস্তি পাবে মানুষ কিন্তু তা ঠিক কবে তা এখনও জানা যায়নি। মূলত দুটি নিম্নচাপ এই মুহুর্তে অবস্থান করছে যার জেরে বৃষ্টি হবে বলে মনে করছে আলিপুর।
একটি নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এবং অপরটি গাঙ্গেয় সমভূমিতে রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতে বড় ভূমিকা নেবে এই দুটি নিম্নচাপ। কিন্তু যে হারে বাড়ছে গরম সেখানে বিশেষ করে শহরবাসীর যন্ত্রণা বাড়ছে। রোজ সন্ধ্যেবেলা দমকা বাতাস দেখা যাচ্ছে রাজ্যে তাতে মিলছে সাময়িক স্বস্তি।
The post গরমে নাজেহাল শহরবাসী! কবে হবে বৃষ্টি? appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/pkcH5lY
No comments:
Post a Comment