চার বছরের বাচ্চার সামনেই তার মায়ের ওপর নারকীয় অত্যাচার চালালো রুশ বাহিনী - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 30, 2022

চার বছরের বাচ্চার সামনেই তার মায়ের ওপর নারকীয় অত্যাচার চালালো রুশ বাহিনী


এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালিয়ে চলেছে রাশিয়া। এখন অবশ্য এই যুদ্ধ থামার সূক্ষ আলোর রেখার দেখা মিলেছে তবু এর মধ্যেও ইউক্রেনে নারকীয় অত্যাচার চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। নিয়ম ভঙ্গ করেই ফসফরাস বোম, ভ্যাকুম বোম ব্যাবহার করছে তারা। রোজই কেঁপে উঠছে উয়ক্রেনের কোন না কোন শহর, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।

তবে এবার ইউক্রেনের এক মহিলার সাথে হওয়ার অত্যাচারের কথা শুনে কেঁপে উঠলো গোটা দুনিয়া। তিনি দাবি করেছেন তার চার বছরের ছেলের সামনেই তাকে গান পয়েন্টে রেখে ধর্ষন করেছে রুশ বাহিনী। পুতিন যেখানে বার বার দাবি করেছেন ইউক্রেনের সাধারণ মানুষের ভয় পাওয়ার কোন কারণ নেই সেখানে এমন ঘটনা সত্যিই পুতিনের মিথ্যাচারকে আরো একবার সকলের সামনে আনছে।

ইউক্রেনের ওই মহিলার কথায়, ‘প্রথম আমি জোরে সদর দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর ক্রমশ রুশ সেনার বুটের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। প্রথমে ওরা আমার পোষ্য সারমেয়কে মেরে ফেলল। তারপর আমায় বলল, স্বামী নাৎজি বলে ওরা ওকে মেনে ফেলেছে। তারপরই গানপয়েন্টে ওরা আমাকে গণধর্ষণ করল। একে একে ঝাঁপিয়ে পড়ল আমার শরীরের উপর। আমি চিৎকার করতে গেলে মুখ চেপে ধরল। আওয়াজ করলেই গুলি আমার মাথার খুলি উড়িয়ে দিত। আর সেই দৃশ্য আমার চার বছরের শিশুকে দেখানো হবে বলে হুমকি দিয়েছিল ওরা।’

তিনি আরও বলেন, ‘ছেলে কাঁদছিল বলে ওরা কান্না থামাতে বলে। নাহলে ছেলের সামনেই আমার মাথার খুলি উড়িয়ে দেবে বলে হুমকি দেয়। জোর করে আমাকে গান পয়েন্টে রেখে পাশের ঘরে নিয়ে গিয়ে ছেলের কান্না থামাতে বলা হয়। এরপর আমায় ফের ধর্ষণ করা হয়।’

তবে কোন মতে ছেলেকে সাথে নিয়ে পালাতে সক্ষম হয়েছেন ওই মহিলা। এখন তিনি গৃহহীন। তার ওপর চলা এই নৃশংস অত্যাচারের কথা শুনে স্তম্ভিত সকলেই।

The post চার বছরের বাচ্চার সামনেই তার মায়ের ওপর নারকীয় অত্যাচার চালালো রুশ বাহিনী appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/w0O78kF

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages