যত দিন যাচ্ছে ততই ক্রমশ বাড়তে শুরু করেছগে গরম। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ক্রমশ প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে মানুষের ফলে একটু বৃষ্টির আশায় রয়েছে বিশেষ করে শহর কলকাতার মানুষ। তাপপ্রবাহ ক্রমশ বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত পশ্চিমের জেলাগুলিতে তাপের প্রবাহ আরো বাড়বে সেই সাথে বাড়বে আর্দ্রতাও।
আজ বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ এর মধ্যেই ঘোরাফেরা করছে। জলীয় বাস্পের পরিমাণ ৯৪%। আপাতত বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছে বিশেষজ্ঞরা কিন্তু সুখবর রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর লাগোয়া জেলাগুলির জন্য। সেখানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচিবিহারের মত উত্তরের জেলাগুলির পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং কুচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানা গেছে। ফলে কিছুটা স্বস্তিতে এই সব জেলার মানুষ।
তবে কলকাতায় কবে বৃষ্টি হবে? এটাই প্রশ্ন শহরবাসীর কিন্তু আপাতত দুই ২৪ পরগণা এবং কলকাতাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে কিছুদিন যাবৎ আকাশ মেঘলা দেখা গেছে ঠিকই কিন্ত বৃষ্টির কোন সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায় নেই বলেই নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতর।
যেহারে তাপপ্রবাহ বেড়েই চলেছে তাতে কার্যত নাভিশ্বাস উঠতে শুরু করেছে সাধারণ মানুষের। শহরবাসী এখন তাকিয়ে আকাশের দিকে।
The post গরমে বাড়ছে অস্বস্তি! এই এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/PYxqa08
No comments:
Post a Comment