The Kashmir files ছবিটি নিয়ে বেশি লাফালাফির দরকার নেই! অরবিন্দ কেজরিওয়াল - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 30, 2022

The Kashmir files ছবিটি নিয়ে বেশি লাফালাফির দরকার নেই! অরবিন্দ কেজরিওয়াল


বিগত কিছুদিন ধরেই গোটা দেশজুড়ে চর্চায় যে ছবিটি তার নাম The Kashmir files। মাত্র ১৫ কোটি টাকা দিয়ে নির্মিত এই ছবি ৫০০ কোটির ও বেশি ব্যবসা করে ফেলেছে বক্স অফিসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছবির কলাকুশলীদের সাথে দেখা করেছেন এবং নরেন্দ্র মোদি নিজে এই ছবিটি দেখার জন্য সকলকে অনুরোধ করেছেন।

এরপর থেকেই দেশজুড়ে এই ছবিকে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। দলে দলে লোক গিয়ে দেখেছে এই ছবি, বিশেষ করে দেশজুড়ে বিজেপি কর্মীদের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে The Kashmir files। বিজেপি শাসিত বেশ কিছু অঞ্চলে এই ছবি করমুক্ত ঘোষনা করা হয়েছে।

কিন্তু এই ছবি নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই! এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সাফ জানিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা পুনর্বাসন চান, ছবি নয়। তার সাফ দাবি কংগ্রেস বা বিজেপি কেউই কাশ্মীরি পন্ডিতদের নিয়ে কোন কাজ করেনি তাদের অবস্থার উন্নতির কোন চেষ্টা করেনি। এখন একটি ছবি নিয়ে লাফালাফি করে লাভ নেই কোন।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘৩২ বছর আগে কাশ্মীরি পণ্ডিতদের জীবনে ভয়ানক বিপর্যয় নেমে আসে। সেই ঘটনার এতবছর পরে সরকার তাঁদের বলছে, আপনাদের জন্য আমরা একটি ছবি বানিয়ে দিলাম। কাশ্মীরি পণ্ডিতরা ফিল্ম চান না, তাঁদের পুনর্বাসন হোক সেটাই চান তাঁরা।’

এর আগে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন এই ছবিকে কর মুক্ত না করে ইউটিউবে আপলোড করে দেওয়ার জন্য। এখন তিনি দাবি করলেন আপ ই একমাত্র কাশ্মীরি পন্ডিতদের পাশে থেকেছে। তার কথায়, ,১৯৯৩ সালে দিল্লিতে আসা কাশ্মীরি পণ্ডিতরা অনেকেই শিক্ষকতা পেশায় যোগ দেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা অস্থায়ী শিক্ষক হিসাবে কাজ করতেন। আপ সরকার ক্ষমতায় আসার পরে তাঁদের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।’

The post The Kashmir files ছবিটি নিয়ে বেশি লাফালাফির দরকার নেই! অরবিন্দ কেজরিওয়াল appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/nGXRDak

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages