গত দুবছর করোনার প্রকোপের জেরে বনগাঁর ঠাকুরনগরে ধর্মমেলার আয়োজন সম্ভব হয়নি, অবশেষে এই বছর আয়োজিত হতে চলেছে মেলা এবং তাতে রয়েছে নতুন চমক। প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং বর্তমান বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর যৌথভাবে এই মেলার আয়োজন করছেন ফলে নয়া সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।
ঠাকুরবাড়িতে এর আগে দুজনের মধ্যে মতের অনেক পার্থক্য লক্ষ্য করা গেছে এই নিয়ে রাজনীতিও কম হয়নি, ভক্তদের মধ্যেও দেখা গেছে বিভেদ, তবে এসব এখন অতীত। মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুর একত্রে মেলার আয়োজন করায় খুশি ভক্তরাও। সকলেই মুখিয়ে আছেন ধর্মমেলায় মেতে ওঠার জন্য।
মেলার আয়োজন সম্পর্কে শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর জানিয়েছেন,’একটা জট ছিল। এখন সে সবের ঊর্ধ্বে উঠে একসঙ্গে মেলা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনেও একসঙ্গে চলব। রাজনীতি রাজনীতির জায়গায়। ঠাকুরবাড়িতে সবাই এক।’ মমতা ঠাকুরের কথায়, ‘গত দু’বছর ধরে করোনার কারণে মেলা হয়নি। এবার মেলা হচ্ছে। ঠাকুরবাড়ির ভক্তদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। ভক্তরা সবাই এক। এই বার্তা ভক্তদের কাছে পৌঁছে দিতেই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত।’
এই ধর্মমেলা উপলক্ষ্যে ১৫টি বিশেষ ট্রেন চালানোর সিধান্ত নিয়েছে রেল। উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ ট্রেন এবং এক্সপ্রেসে চড়ে ভক্তরা ঠাকুরনগরে আসবেন৷ আন্দামানে যারা থাকেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ জাহাজের। জাহাজে করে খিদিরপুরে নেমে সেখান থেকে আসতে পারবেন ভক্তরা।
একুশের বিধানসভা ভোটের আগে থেকেই মতুয়াদের তুষ্ট করতে চাইছে বিজেপি। ভোটের ফলাফলে তার প্রভাব পড়েছে। যেখানে সারা রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারেনি সেখানে মতুয়া অধ্যুষিত এলাকায় যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি। সামনেই আসছে লোকসভা ভোট। শান্তনু ঠাকুরও দলের মধ্যে অসন্তোষ প্রকাশ করেছে ফলে মতুয়াদের নিজের পাশে রাখার জন্যই তড়িঘড়ি মাঠে নেমেছেন নরেন্দ্র মোদি।
The post একসঙ্গে ধর্মমেলার আয়োজনে শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুর! appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/hD7ANOB
No comments:
Post a Comment