ভাদু শেখের ভাইদের খোঁজে সিবিআই! ধীরে ধীরে জাল টানছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 31, 2022

ভাদু শেখের ভাইদের খোঁজে সিবিআই! ধীরে ধীরে জাল টানছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা


বগটুই গণহত্যার তদন্ত পুরোদমে শুরু করেছে সিবিআই। এই মুহুর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হন্যে হয়ে খুঁজছে নিহত ভাদু শেখের ভাই কালু শেখ এবং আলি হোসেনকে। এই দুজন ভাদু শেখের সৎ ভাই। গ্রামবাসীদের বয়ান অনুযায়ী গোটা ঘটনার সাথে যুক্ত এই দুজন।

তবে ঘটনার পর থেকেই গ্রামছাড়া এই দুজন। তাদের পরিবার অবশ্য গ্রামেই আছে। সিবিআই এর টিম সেখানে গিয়ে তাদের সাথে জিজ্ঞাসাবাদ চালায়। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে জিজ্ঞসাবাদ করছে সিবিআই এর তদন্তকারী দল। তবে তারা বেড়িয়ে আসতে কালু শেখ এবং আলি হাসানের পরিবারের লোকজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করে।

তাদের পরিবারের দাবি সিবিআই আগে থেকেই ধরে নিয়েছে তাদের স্বামীরা দোষী। কোথায় তারা আছে এই খবর জানতে চাওয়ার পাশাপাশি সিবিআই দাবি করেছে তারা তথ্য গোপন করছে এবং তাদের ওপর নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে বগটুইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। বিজেপির তরফ থেকে যে কেন্দ্রীয় দল ঘটনার পর্যবেক্ষণের জন্য এসেছিল তাদের রিপোর্ট অনুযায়ী বাংলায় কোন আইনের শাসন নেই, চলছে অরাজকতা। একইভাবে বিরোধীদের দাবি অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন শুরু করা উচিত।

মমতা বন্দ্যোপাধ্যায় ও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি দাবি করেছেন বিরোধীরা রাজ্যসরকার কে কালিমালিপ্ত করার জন্য বৃহত্তর ষড়যন্ত্রের জাল বুনেছে। তবে মানুষ এর জবাব দেবে।

The post ভাদু শেখের ভাইদের খোঁজে সিবিআই! ধীরে ধীরে জাল টানছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/GxDIPWM

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages