ভাইরাল হল শ্রিয়া সরণের বেবি বাম্পের ছবি! ফের মা হতে চলেছেন অভিনেত্রী? - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 31, 2022

ভাইরাল হল শ্রিয়া সরণের বেবি বাম্পের ছবি! ফের মা হতে চলেছেন অভিনেত্রী?


দক্ষিনী অভিনেত্রী শ্রিয়া সরণ সারা দেশের দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। অসংখ্য ছবিতে কাজ করেছেন শ্রিয়া। বলিউডেও ‘দৃশ্যম’এর মত ছবিতে অভিনয় করেছেন তিনি। এর থেকেই পরিষ্কার নিজের অভিনয় কেরিয়ারে বেশ সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী এবং সেই সাথে নিজের অসামান্য সৌন্দর্য দিয়ে বহু যুবকের হৃদয় হরণ করেছেন তিনি,

দেরাদুনের মেয়ে শ্রিয়া ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসতেন এবং নাচকেই নিজের কেরিয়ার বানানোর স্বপ্ন দেখতেন তবে সেখান থেকে ধীরে ধীরে অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মায় এবং তিনি হয়ে ওঠেন পুরোদস্তুর অভিনেত্রী। ‘আওয়ারাপান’ ছবির মধ্যে দিয়ে গোটা দেশের দর্শক পরিচিত হয় শ্রিয়ার সাথে। এরপর ‘শিবাজি দ্য বস’ এর মত ছবির মধ্যে দিয়েও নিজেকে তিনি মেলে ধরেন।

২০১৮ সালে টেনিস প্লেয়ার আন্দ্রেই কোশ্চেভ কে বিয়ে করেন শ্রিয়া। তাদের এক কন্যা সন্তানও রয়েছে। এখন স্বামী এবং মেয়েকে নিয়ে সুখেই সংসার করছেন অভিনেত্রী আর সেই সাথে নিজের কাজ ও করছেন চুটিয়ে তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল স্বামীর সাথে শ্রিয়ার একটি বিশেষ ছবি যেখানে শ্রিয়াকে দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায়।

অভিনেত্রী কি বর্তমানে গর্ভবতী? এই প্রশ্ন জেগেছে বহু ফ্যানের মনে। নাকি এই ছবিটি পুরানো? তা অবশ্য বোঝার কোন উপায় নেই কিন্তু অভিনেত্রীর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেবি বাম্পের সাথে কোন ছবি নেই, এর থেকেই পরিষ্কার তিনি বর্তমানে গর্ভবতী নন, আর যদি হয়েও থাকেন আগামী দিনে তা নিশ্চই জানা যাবে।

তবে আন্দ্রেই এবং শ্রিয়া দুজনেই সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই আপলোড করে থাকেন তাদের সুখী গৃহকোণের নানা নিদর্শন। যেমন সম্প্রতি অভিনেত্রী শ্রিয়া সরণ আপলোড করেছেন একটি ছবি যেখানে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ চুম্বন দিতে দেখা গেছে তাকে।

The post ভাইরাল হল শ্রিয়া সরণের বেবি বাম্পের ছবি! ফের মা হতে চলেছেন অভিনেত্রী? appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/pje9hx8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages