উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের মানুষের জন্য বড় ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সারাবছরই বহু মানুষ দার্জিলিংয়ে বেড়াতে যান। আর এই পর্যটন ব্যবসাকে কেন্দ্র করেই দার্জিলিং কে ঢেলে সাজাতে চান মমতা বন্দোপাধ্যায়। আর সেই উদ্দেশ্যেই তিনি জানালেন এবার দার্জিলিং এ তৈরি হবে নতুন কফি হাউস।
কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউস সবার কাছেই নস্টালজিয়া। প্রতিদিন বহু মানুষ এই কফি হাউস ভিড় করেন এবং প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটিয়ে থাকেন। এবার এই একই আদলে দার্জিলিং এ তৈরি হবে নতুন কফি হাউস। শিল্পপতি সত্যম রায়চৌধুরীর সাথে এই বিষয়ে বৈঠক সেরেছেন মমতা বন্দোপাধ্যায়।
কিভাবে দার্জিলিং কে পর্যটকদের জন্য আরো আকর্ষনীয় করে তোলা যায় সেটাই ছিল এই বৈঠকের মুখ্য বিষয়। দার্জিলিং এর রাজভবন এর আশেপাশে এই কফি হাউসটি নির্মিত হবে বলে জানা গেছে। এই নতুন কফি হাউসের নামকরন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দিয়েছেন ‘ক্যাফে হাউস’।
মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফর নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ন কারণ, এবারের সফরে দার্জিলিং কে নিয়ে অনেক আলোচনা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনা নিয়ে বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আগামী দিনে পাহাড়ে পর্যটন ব্যবস্থার কি উন্নতি হয় সেদিকেই তাকিয়ে সকলে।
The post রাজ্যের মানুষের জন্য বড় ঘোষনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/CeNaoE4
No comments:
Post a Comment