বগটুই কাণ্ডে পুড়ে মৃত্যু হল আরো এক মহিলার! - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 28, 2022

বগটুই কাণ্ডে পুড়ে মৃত্যু হল আরো এক মহিলার!


বগটুই কান্ডে প্রাণ হারালেন আরো এক মহিলা, নাম নাজেমা বিবি। তার বয়স ৪০ বছর। শরীরের ৬০% পটে গেছিল মহিলার এমনটাই জানা গেছে। এতদিন হাসপাতালে চলছিল চিকিৎসা, তবে হলনা শেষরক্ষা। অবশেষে নিথর হল নাজেমা বিবির দেহ। এরপরেই আরো একবার এই ঘটনাকে নিয়ে উথালপাথাল রাজ্য রাজনীতিতে।

একসাথে এতগুলো মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা রাজ্যের মানুষ। সিবিআই নিজের মত করে তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পুড়ে যাওয়া বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তদন্তকারীরা।এরপর থেকেই কার নির্দেশে এই হত্যালীলা চালানো হয়েছে তা জানতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আপাতত রামপুরহাটের পান্থশ্রী আবাসনে সিবিআই এর অস্থায়ী ঘাঁটি নির্মিত হয়েছে সেখান থেকেই তদন্তের কাজ চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি সত্যিটা সকলের সামনে আসবে এমনটা মনে করছে সাধারণ মানুষ। পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে হত্যালীলা চলে বগটুই গ্রামে। পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি এই ঘটনা স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ফেলেছে তৃণমূল সরকারকে।

আপাতত তদন্তের স্বার্থে সবরকম ভাবে সাহায্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সিবিআই। কার নির্দেশে এই ঘটনা ঘটেছে তা জানতে মরিয়া তদন্তকারীরা। তবে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই দোষীদের খুঁজে পাওয়া সম্ভব হবে। অন্যদিকে বগটুই গ্রামে আক্রান্তদের অতিথিরা আশ্রয় নিয়েছে অন্য গ্রামে। কার নির্দেশে সেদিন এই ঘটনা ঘটেছে এবং ঠিক কি কি হয়েছে তা তারা নিজের চোখেই দেখেছে সিবিআই কে সবরকম ভাবে সাহায্য করার কথা জানিয়েছে তারা।

গোটা দেশের মানুষ এই ঘটনার ওপর চোখ রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদি প্রত্যেকেই ঘটনার তদন্তে চোখ রাখছেন। মমতা বন্দোপাধ্যায় অবশ্য বলেছেন কোন রাজনৈতিক রং না দেখে দোষীদের শাস্তি দিতে হবে।

The post বগটুই কাণ্ডে পুড়ে মৃত্যু হল আরো এক মহিলার! appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/T3ezafC

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages