এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে ‘ভাইরাল’ শব্দটি ভীষনভাবে জনপ্রিয়। মাঝেমধ্যেই কেউ না কেউ ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কাছে এ অং এর ফলে সে চলে আসে চর্চার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ার জেরে অনেকেই নিজেদের কেরিয়ারকে দিয়েছে কিক স্টার্ট।
আর তাদের মধ্যে অবশ্যই নাম থাকবে উরফি জাভেদের। সোশ্যাল মিডিয়ার সেনসেশন তিনি। মাঝেমধ্যেই আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি এবং ভিডিও যার জেরে সহজেই ভাইরাল হয়ে যান তিনি এবং চলে আসেন চর্চার কেন্দ্রবিন্দু তে।
মডেলিং এর পাশাপাশি অভিনয় জগতেও নাম লিখিয়েছেন উরফি। ক্যামেরার সামনে পোজ দিতে ভালোবাসেন এবং পুরোপুরি উপভোগ করেন নিজের স্টারডম। নিজের পেশার খাতিরেই ফটোশ্যুট এবং নানা ভিডিও আপলোড করে থাকে সে।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে উরফি জাভেদের একটি ভিডিও যেখানে কালো রঙের বিকিনি পড়ে ফুল পাড়তে দেখা গেছে তাকে। এই ভিডিও আপলোডের সাথে সাথেই তা যে ভাইরাল হবে সেকথা আর বলার অপেক্ষা রাখেনা। এমনিতেই ২৭ লক্ষেরও বেশি মানুষ তাকে ফলো করে চলেছে।
কিছুদিন আগেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন উরফি। বলিউডের এক প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর তাকে কুপ্রস্তাব দিয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এরপরে বিষয়টি নিয়ে বেশ শোরগোল শুরু হয়। তবে আপাতত নিজের মজাতেই কাজ করে চলেছেন অভিনেত্রী।
The post বিকিনি পড়েই ফুল পাড়তে চলে গেলেন উরফি জাভেদ! তারপর যা হল appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/MRWs76S
No comments:
Post a Comment