সন্তানকে স্তন্যপান করানোর ছবি আপলোড করে ভাইরাল হয়ে গেলেন একসময়ের হটকেক ইভলিন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 28, 2022

সন্তানকে স্তন্যপান করানোর ছবি আপলোড করে ভাইরাল হয়ে গেলেন একসময়ের হটকেক ইভলিন


মডেলিং এবং অভিনয়ের দৌলতে দেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিলেন জার্মান সুন্দরী ইভলীন শর্মা। ‘ইয়ে জাওয়ানি হ্যাঁ দিওয়ানি’, ‘ইয়ারিয়া’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে তাকে। বিকিনিতে সাবলীল ইভলীন সহজেই আকৃষ্ট করেছিল যুবসমাজকে।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সুবাদে বিভিন্ন বিজ্ঞাপনেও জায়গা করে নিয়েছিলেন ইভলীন। ইন্সটাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। সেখানে বহু মানুষ প্রতি মুহুর্তে তার প্রতিটি আপডেটে চোখ রেখেছে। তবে দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে দূরে সরে আছেন ইভলীন।

বর্তমানে তিনি পা দিয়েছেন নতুন জীবনে। মা হয়েছেন অভিনেত্রী, জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তান আভার। আর নিজের মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে আসেন তিনি।

সদ্যোজাত শিশুর জন্য সবথেকে উপকারী মায়ের বুকের দুধ। এই মেসেজ নিজের ফ্যানদের দেওয়ার উদ্দেশ্যে মাঝেমধ্যেই সন্তানের স্তন্যপান রত অবস্থায় বিভিন্ন ছবি আপলোড করে থাকেন অভিনেত্রী এবং সেগুলি ভাইরাল হয়ে যায় সহজে। অনেকে অবশ্য এই নতুন ইভলীন কে দেখে একবারে চিনতে পারেন না।

আবার কি ফিরে আসবেন অভিনয় জগতে? সেই উত্তর অবশ্য দেবে সময় তবে এখন অবশ্য সন্তানকে সাথে নিয়ে মাতৃত্ব চরমভাবে উপভোগ করছেন ইভলীন শর্মা।

The post সন্তানকে স্তন্যপান করানোর ছবি আপলোড করে ভাইরাল হয়ে গেলেন একসময়ের হটকেক ইভলিন appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/rVNgldD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages