আজ ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কলকাতা। এই ম্যাচ নিয়ে দুই শিবিরের ভক্তদের মধ্যে উত্তেজনা রয়েছে চরমে। এই সিজনে আমূল বদলে গেছে সমস্ত দলের মধ্যেকার সমীকরণ। ব্যাঙ্গালোরে নেই ডিভিলিয়ার্স। বিরাট এবং ডিভিলিয়ার্স যুগলবন্দি আর দেখতে পাবে না দর্শক। একত্রে কোনোবারই কাপ জিততে পারেনি তারা। অন্যদিকে শ্রেয়স আইয়ার এখন কলকাতার নতুন অধিনায়ক।
এই সিজনের প্রথম ম্যাচে চেন্নাইয়ের মত টিমকে হেলায় হারিয়েছে কলকাতা। মহেন্দ্র সিং ধোনি ব্যাট চালালেও চেন্নাই সেভাবে রান করতে পারেনি, হাসতে হাসতে জয়লাভ করেছে কলকাতা, প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর ও জয়লাভ করতে পারেনি। পাঞ্জাবের কাছে শোচনীয় অবস্থা হয়েছে বিরাট বাহিনীর।
আজ টিম সাউদি কি নাইটের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন? এটাই সবথেকে বড় প্রশ্ন। পরিস্থিতি বুঝে সাউদির বিষয়ে ভাবনা চিন্তা করবে কেকেআর। এর আগের ম্যাচে খেলেন নি সাউদি। তবে প্র্যাকটিসে লম্বা সময় ধরে বল করেছেন তিনি।
প্রথম ম্যাচে ব্যাট করেন নি আন্দ্রে রাসেলও। তবে এখন তিনি টগবগ করে ফুটছেন মাঠে নামার জন্য। আগের দুই সিজনে ভালো খেলতে পারেননি রাসেল। সমালোচকদের যোগ জবাব দিতে তৈরি তিনি। অন্যদিকে সিজনের প্রথম ম্যাচ থেকেই জ্বলে উঠেছেন ফ্যাফ ডুপ্লিসিস। আজকেও তার দিকে তাকিয়ে থাকবে সকলে।
এর আগে মোট ২৯বার মুখোমুখি হয়েছে ব্যাঙ্গালোর এবং কলকাতা যেখানে ১৬ বার জয় ছিনিয়ে নিয়েছে নাইট শিবির। আজও কি তারা জয়লাভ করতে পারবে? বোঝা যাবে ম্যাচের পরেই।
The post RCB VS KKR আজ টিমে বড়সড় বদল করতে পারে কলকাতা appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/7EIOgws
No comments:
Post a Comment