
গতকাল ৩ জুন চিনা বাজারে আত্মপ্রকাশ করেছে Vivo Y70t 5G স্মার্টফোনটি। সংস্থার নতুন ফোনে রাখা হয়েছে একটি octa-core Samsung Exynos SoC, একটি triple rear ক্যামেরা সেটআপ, দ্রুত চার্জিং এর সমর্থন এবং Android 10 এর মতো একাধিক পরিষেবা। এছাড়া তিনটি রঙ এবং তিনটি স্টোরেজের বিকল্পে গ্রাহকদের দেওয়া হচ্ছে সংস্থার আসন্ন Vivo Y70t 5G স্মার্টফোনটি।
চিনা বাজারে Vivo Y70t স্মার্টফোনের তিনটি স্টোরেজের বিকল্পের দাম ভিন্ন রাখা হয়েছে। সংস্থার 6GB RAM + 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে CNY 1,499, ভারতীয় মূল্যে যা প্রায় ১৭,১০০ টাকা। 8GB RAM + 128GB স্টোরেজের দাম রয়েছে CNY 1,699, ভারতীয় মূল্যে ১৯,৪০০ টাকা। এছাড়াও সর্বশেষ বিকল্প অর্থাৎ 8GB RAM + 256GB স্টোরেজের দাম থাকছে CNY 1,999, ভারতীয় টাকার হিসেবে যা ২২,৯০০ টাকা। কালো, নীল এবং ধূসর এই তিনটি রঙের বিকল্পে স্মার্টফোনটি পাবে গ্রাহকরা। তবে চিনের বাজারে স্মার্টফোনটি উপলভ্য থাকলেও, বিশ্ববাজারে কবে এটি পাওয়া যাবে তার কোনও তথ্য প্রকাশ করেনি সংস্থা।
৬.৫৩ ইঞ্চি full-HD+ (1,080×2,340 pixels) ডিসপ্লের সঙ্গে একটি ১৯.৫ : ৯ অ্যাসপেক্ট রেশিও, একটি ৯০.৭২ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং একটি ১,৫০০:১ কনস্ট্রাস্ট রেশিও মতো একাধিক বৈশিষ্ট্য থাকছে Vivo Y70t স্মার্টফোনে। এর পাশাপাশি চালনা করার জন্য রাখা হয়েছে Android 10 ওপর ভিত্তি করে Funtouch OS 10.5 এর ব্যবস্থা। হুডের নিচে রয়েছে একটি Samsung Exynos 880 SoC, যার সঙ্গে যুক্ত রয়েছে Mali-G76 MP5 GPU। সংস্থার নতুন ফোনে স্টোরেজের জন্য গ্রাহকদের দেওয়া হচ্ছে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.1 স্টোরেজের পরিষেবা।
ক্যামেরার জন্য Vivo Y70t স্মার্টফোনে রাখা হয়েছে একটি triple rear ক্যামেরা সেটআপের ব্যবস্থা। এর মধ্যে যুক্ত থাকবে একটি 48-megapixel primary সেন্সারের সঙ্গে একটি f/1.79 লেন্স, একটি 2-megapixel macro শুটারের সঙ্গে একটি f/2.4 অ্যাপার্চার, এবং একটি 2-megapixel সেন্সারের সঙ্গে একটি f/2.4 লেন্স। সেলফি এবং ভালো ভিডিও ক্যামেরার জন্য সংস্থার নতুন স্মার্টফোনে রাখা হচ্ছে একটি 8-megapixel সেন্সারের সঙ্গে একটি f/2.05 লেন্সের ব্যবস্থা। এছাড়াও Vivo Y70t স্মার্টফোনে একটি 4,500mAh ব্যাটারি পরিষেবা রয়েছে, যা ১৮ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করতে সক্ষম।
The post দুর্দান্ত ফিচার সহ আত্মপ্রকাশ Vivo-র এই স্মার্টফোনটির, কবে মিলবে ভারতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wVBEez
No comments:
Post a Comment