
নয়াদিল্লি: করোনা মহামারী (Corona Pandemic) সবথেকে বেশি প্রভাব ফেলেছে ভারতের তরুণ প্রজন্মের উপর।যাদের বয়স ২৫ বছর বা তার কম তারাই বেশি প্রভাবিত হয়েছে। মহামারী চলাকালীন যারা কাজ হারিয়েছিল তারা এখনও পর্যন্ত কাজে যুক্ত হতে পারেনি। ২০২০-২১ অর্থবছরে নষ্ট হয়েছে শ্রম বাজার। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
২০২০-২১ অর্থবছরের তথ্যে দেখা গেছে যে, তুলনামূলকভাবে বয়স্ক নাগরিকদের তুলনায় যাদের বয়স ১৮ বছরের নিচে, ১৮-২১ এবং ২২-২৫ বছর এই তিন বয়সের ক্যাটাগরিতে নেট বেতনের পরিমান হ্রাস পেয়েছে। এই তিন তরুণ বয়সের বেতন যথাক্রমে ১৯ শতাংশ, ১৫.৬ শতাংশ এবং ৪.২ শতাংশ হারে কমেছে। বিপরীতে, ২৬-২৮, ২৯-৩৫ এবং৩৫ বছরেরও বেশি বয়সের সকলের বেতনের পরিমান বৃদ্ধি পেয়েছে। নেট পে-রোলের ডেটা গণনা করা হয় যারা নতুন কাজে যুক্ত হয়েছেন এবং যারা কাজ ছেড়ে আবার যোগদান করেছেন এবং ইপিএফও থেকে বেরিয়ে এসেছেন এবং পরে যারা যোগ করেছেন তাদের যোগ করে।
ইপিএফও ভারতে সংগঠিত এবং আধা-সংগঠিত খাতে শ্রমিকদের সামাজিক সুরক্ষা তহবিল পরিচালনা করে। নতুন কর্মীদের প্রবেশ এবং প্রস্থান উভয়ের ডেটা অন্তর্ভুক্ত করে এই অর্গানাইজেশন।
করোনার (corona) জেরে লকডাউন (lockdown) হচ্ছে ভারতে (india) কোথাও আংশিক লকডাউন হচ্ছে। ফলে প্রভাব পড়ছে বিভিন্ন সংস্থার কর্মীদের উপর। বহু মানুষ কাজ হারাচ্ছেন (unemployment)। ছোট থেকে বড় সর্বত্রই একই ঘটনা ঘটছে। করোনার সেকেন্ড ওয়েভের জেরেই এর প্রভাব পড়ছে বেশি। এমন তথ্যই উঠে এসেছে সিএমআইই-এর নতুন তথ্যে।
এক্সএলআরআই জামশেদপুরের হিউম্যান রিসোর্স মানাজেমেন্টের প্রফেসর শ্যাম সুন্দর জানিয়েছেন, মহামারী সংগঠিত ক্ষেত্র ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উপর প্রভাব ফেললেও তরুণ এবং মহিলা শ্রমিকরা অন্যদের তুলনায় অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি আরোও বলেন করোনা মহামারী রিটেল সেক্টরের উপর প্রভাব ফেলেছে ,যেখানে কমবয়সী কলেজ পড়ুয়ারা কাজ করে থাকে। কোভিডের কারণে মহিলারা নিজে থেকেই এই শ্রমবাজার থেকে সরে এসেছে। অনেক সংস্থাতে মহিলা কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে তবে চাহিদা ও সরবরাহের সামঞ্জস্যতার অভাবে সেখান মহিলা শ্রমের ঘাটতি তৈরী হচ্ছে।
ইপিএফও(FPFO)-এর রিপোর্টেও স্পষ্ট দেখা যাচ্ছে করোনা ভাইরাসের প্রতিকূল প্রভাব পড়েছে মহিলাদের উপর। ২৮ বছর বয়সী মহিলাদের নেট বেতনভুক্তির গ্রাফ এক ধাক্কায় নিচে নেমেছে। যুব সমাজ হোক কিংবা মহিলা যারা ইউনিয়নে অংশ নেন না তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
The post মহামারীতে সর্বোচ্চ ঝুঁকিতে কম বয়সী শ্রমিক ও মহিলারা, দাবি EPFO-এর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34LpKrF
No comments:
Post a Comment